ভিভো শীঘ্রই নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ডিভাইস হল Vivo Y29 4G এবং Vivo Y39 5G। ইতিমধ্যেই ফোন। দুটি বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং ডেটাবেসে উপস্থিত হয়েছে। ফলে বলা যায় এগুলি শীঘ্রই বাজারে আসবে। এখন আবার এক্স প্ল্যাটফর্মে জনপ্রিয় এক টিপস্টার এদের স্পেসিফিকেশন শেয়ার করেছে। আসুন Vivo Y29 4G ও Vivo Y39 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
টিপস্টার পারস গুগলানি বলেছে, ভিভো ওয়াই২৯ ৪জি এবং ভিভো ওয়াই৩৯ ৫জি স্মার্টফোনে প্রায় একই স্পেসিফিকেশন থাকবে। উভয়েরই ফোনের ব্যাক প্যানেল যথাক্রমে ওশান ওয়েভ প্যাটার্ন এবং ডায়মন্ড প্যাটার্ন ক্যামেরা মডিউল থাকবে। উভয় হ্যান্ডসেটে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হবে, যা ৫ বছরের ব্যাটারি হেলথ (ব্যাটারি ক্ষমতার ৮০% বা তার বেশি) এবং ৭৩ ঘন্টা মিউজিক প্লেব্যাক সময় সরবরাহ করে। দুটি ফোনই ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
টিপস্টার আরও বলেছেন যে, ভিভো ওয়াই২৯ ৪জি এবং ভিভো ওয়াই৩৯ ৫জি এর বিল্ড কোয়ালিটির ওপরও জোর দেওয়া হয়েছে। হ্যান্ডসেট দুটি অ্যান্টি-ড্রপ রক সলিড বডি এবং শিল্ড গ্লাস (শট গ্লাস) সহ আসবে। হ্যান্ডসেট দুটি এসজিএস ফাইভ স্টার ড্রপ টেস্ট সার্টিফায়েড এবং ২৫০০ বার স্ক্র্যাচ টেস্টে উত্তীর্ণ হয়েছে। উভয়ই ধুলো এবং জল প্রতিরোধী হওয়ার জন্য আইপি৬৪ রেটিং নিয়ে আসবে।
উভয় স্মার্টফোনে থাকবে ৬.৬৮ ইঞ্চি আই প্রোটেকশন ডিসপ্লে, যা ১০০০ নিটস ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এগুলিতে ৪০০% অডিও বুস্টার সহ ডুয়াল স্পিকার সিস্টেম থাকবে।
কালারের কথা বললে, ফোন দুটি বিভিন্ন কালারে আসবে। Vivo Y29 4G বাদামী এবং সাদা রঙে পাওয়া যাবে, অন্যদিকে Vivo Y39 5G বেগুনি এবং নীল রঙে আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.