বিক্রি বাড়াতে দাম কমানো হল Vivo Y300 5G এর, লঞ্চের পর এই প্রথম এত সস্তায়

ভিভো তাদের জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন Vivo Y300 5G-এর দাম কমানোর সিদ্ধান্ত নিল। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, AMOLED ডিসপ্লে এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। Vivo Y300 5G-এর দাম এখন ১,০০০ টাকা কমানো হয়েছে। ডিভাইসটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট কম দামে কেনা যাবে।
Vivo Y300 5G-এর লঞ্চের সময় দাম
ভিভো ওয়াই৩০০ ৫জি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। লঞ্চের সময় এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২১,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা।
নতুন দাম এবং অফার
ভিভো ওয়াই৩০০ ৫জি এর দাম ১,০০০ টাকা কমানো হয়েছে। এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ২০,৯৯৯ টাকায়। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা।
নতুন দামে এটি আজ থেকেই Vivo India ই-স্টোর, অ্যামাজন এবং বিভিন্ন পার্টনার রিটেইল স্টোর থেকে পাওয়া যাবে। আবার SBI, DBS, IDFC এবং Yes Bank-এর কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেওয়া হবে
Vivo Y300 5G-এর ফিচার
Vivo Y300 5G-এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৬১৩ জিপিইউ-সহ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ফোনটি IP64 রেটিং সহ এসেছে, যার ফলে এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত। ফটোগ্রাফির জন্য Vivo Y300 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা উপস্থিত। সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।