Vivo Y31 কম দামে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল

ভিভো আজ ভারতে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y31 লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। ফোনটি দুটি কালার অপশন ও ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে। এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও ৬৫০০ এমএএইচ ব্যাটারি। আর এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এইচডি প্লাস ডিসপ্লে। আসুন Vivo Y31 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y31 এর দাম ও লভ্যতা
Vivo Y31 এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২১,৪৯৯ টাকা। তবে ওয়েবসাইটে উভয় মডেল যথাক্রমে ১৪,৯৯৯ টাকায় এবং ১৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।
সেল অফার হিসেবে, শিক্ষার্থীদের ৫০০ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়া সবাই নো কস্ট ইএমআই অপশন এবং ১,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন। ভিভো ওয়াই৩১ দুটি কালার অপশনে এসেছে, যেগুলি হল – ডায়মন্ড গ্রিন এবং রোজ রেড।
Vivo Y31 এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ওয়াই৩১ হ্যান্ডসেটে এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৬৮ ইঞ্চি এলসিডি প্যানেল আছে। আর এই ৫জি মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এতে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে চলে। এতে এআই ইরেজার ও সার্কেল টু সার্চ ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y31 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং উপস্থিত।