Vivo Y31 ও Y31 Pro ডিভাইসের দাম বাড়লো, রয়েছে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

নতুন বছরের শুরুতে গ্রাহকদের সাধারণত অফার বা ছাড়ের আশা থাকে। কিন্তু Vivo পুরো উল্টো পথে হাঁটলো। সংস্থাটি তাদের জনপ্রিয় বাজেট 5G ফোন Vivo Y31 এবং Vivo Y31 Pro 5G এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই দুই হ্যান্ডসেটের মূল্য প্রায় ২,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এরপরও স্মার্টফোন দুটি ২০,০০০ টাকার কমে কেনা যাবে। এগুলিতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি।
Vivo Y31 5G এর নতুন দাম কত
ভারতে Vivo Y31 5G দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ১৪,৯৯৯ টাকা। তবে এখন এটি কিনতে খরচ হবে ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আগে বিক্রি হতো ১৬,৪৯৯ টাকায়। এখন সেই মডেলের দাম পড়বে ১৮,৪৯৯ টাকা।
Vivo Y31 Pro 5G এর দামও বেড়েছে
শুধু Y31 নয়, Pro মডেলেরও বাদ বাড়বে। Vivo Y31 Pro 5G মডেলটিও এখন বেশি দামে কিনতে হবে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ১৮,৯৯৯ টাকা। এখন যা বেড়ে হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ২১,৯৯৯ টাকা।
Vivo Y31 এবং Y31 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y31 ও Y31 Pro 5G মডেলে আছে প্রায় ৬.৬ ইঞ্চি বড় এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য প্রথম ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। দুটি ফোনেই দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দিনের আলোতে ভালো ছবি তুলে দিতে সক্ষম। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথে রয়েছে মিলিটারি গ্রেড বিল্ড।

