Vivo Y31d মিড রেঞ্জে 7200mAh ব্যাটারি, ট্রিপল IP রেটিং সহ লঞ্চ হল

ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo Y31d বাজারে আনল। আপাতত ফোনটি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। বড় ব্যাটারি, মজবুত বিল্ড ও ওয়াটারপ্রুফ ডিজাইন হল ডিভাইসটির ইউএসপি‌। হ্যান্ডসেটটির মুখ্য ফিচারের মধ্যে আছে ট্রিপল আইপি রেটিং, ৭২০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন Vivo Y31d এর দাম সহ সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।

ডিজাইনের কথা বললে, Vivo Y31d শক্ত পলিমার বডি সহ এসেছে, যা হাতে নিলে বেশ সলিড ফিল দেয়। এর সাথে SGS 5-স্টার ড্রপ সার্টিফিকেশন, মিলিটারি-গ্রেড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স এবং IP68, IP69 ও IP69+ রেটিং থাকায় ফোনটি পুরোপুরি জল ও ধুলো প্রতিরোধী।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং এবং ভিভোর নিজস্ব সুপার ব্যাটারি সেভিং মোড। কোম্পানির দাবি, এই ব্যাটারির হেলথ ছয় বছর পর্যন্ত। ফুল চার্জে এটি ৬৮ ঘণ্টা মিউজিক শুনতে বা প্রায় ৪৪ ঘণ্টা ভিডিও দেখতে দেয়।

ভিভো ওয়াই৩১ডি এর সামনে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২৫০ নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অফার করে। অডিওর জন্য ৪০০ শতাংশ ভলিউম বুস্ট ও হাইপারসেন্স গেমিং অডিও ফিচার দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের জন্য Vivo Y31d হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ ৪জি চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এটি ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল সেটআপ বর্তমান এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y31d মডেলটি বাটারফ্লাই উইংস এবং নেবুলা ব্ল্যাক ভ্যারিয়েন্টে এসেছে। ভিয়েতনামে এর ৬ জিবি র‍্যাম মডেলের দাম প্রায় ২৬,৪০০ টাকা এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৯,৪০০ টাকার কাছাকাছি। অন্যান্য বাজারে স্মার্টফোনটি কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।