ভিভো আজ ভারতে নতুন বাজেট ফোন Vivo Y39 5G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। এই স্মার্টফোনটি স্টাইলিশ ডিজাইন এবং প্রিমিয়াম ফিচারের সঙ্গে এসেছে। এর সবচেয়ে বড় হাইলাইট এর ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং এতে ব্লু ভোল্ট প্রযুক্তি সাপোর্ট করবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, Vivo Y39 5G এর ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
ডিভাইসটি মজবুত বিল্ড সহ এসেছে এবং এটি মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এর উপর শিল্ড গ্লাস প্রোটেকশন রয়েছে এবং ফোনটি SGS সার্টিফিকেশন প্রাপ্ত। পাশাপাশি Vivo Y39 5G হ্যান্ডসেটে একাধিক AI ফিচার উপস্থিত, যার মধ্যে আছে AI স্ক্রিন ট্রান্সলেশন, লাইভ টেক্সট, AI অডিও অ্যালগরিদম, সার্কেল টু সার্চ এবং AI সুপারলিঙ্ক।
নতুন ভিভো ওয়াই৩৯ ৫জি দুটি কালার অপশনে এসেছে – লোটাস পার্পল এবং ওশান ব্লু। এই ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। ডিভাইসটি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের পাশাপাশি Vivo India-র ই-স্টোর থেকেও কেনা যাবে।
ভিভো ওয়াই৩৯ ৫জি কেনার সময় ১,৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের সুবিধা ৬ এপ্রিল, ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে।
ভিভো ওয়াই৩৯ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৮ ইঞ্চি ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লে ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এর স্ক্রিনে TUV Rheinland আই প্রোটেকশন সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y39 5G এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল Sony HD প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.