আগামী মাসে ভারতে লঞ্চ হবে Vivo Y400 5G ফোন, দাম থাকবে ২০ হাজার টাকার কম

ভিভো আগামী মাসে অর্থাৎ আগস্টে ভারতে আনছে তাদের নতুন মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন Vivo Y400 5G। যদিও এর লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি। তবে আজ ডিভাইসটির কালার অপশন ও দাম সম্পর্কে জানা গেছে। এটি দুটি রঙে পাওয়া যাবে। আর দাম থাকবে ২০ হাজার টাকার কম। এছাড়া সামনে এসেছে যে, Vivo Y400 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি গত ২০ জুন ভারতে আসা Vivo Y400 Pro 5G এর নন প্রো মডেল হবে।
Vivo Y400 5G এর দাম কত রাখা হবে
৯১মোবাইলস তাদের একটি রিপোর্টে বলেছে যে, ভিভো ওয়াই৪০০ ৫জি এর দাম ভারতে ২০ হাজার টাকার মধ্যে থাকবে। অর্থাৎ, যারা হাই বাজেট রেঞ্জে নতুন ৫জি ফোন খোঁজ করছেন, তাদের জন্য এটি ভালো একটা অপশন হতে পারে।
উল্লেখ্য, ভারতে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ২৪,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৬,৯৯৯ টাকা। অর্থাৎ নন প্রো মডেল বেশ খানিকটা সাশ্রয়ী হবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভিভো ওয়াই৪০০ ৫জি দুটি কালার অপশনে আসবে – অলিভ গ্রিন এবং গ্লাম হোয়াইট। আর প্রো মডেলটি ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড ও নেবুলা পার্পেল কালার অপশনে পাওয়া যায়।
Vivo Y400 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Vivo Y400 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল, যার কাট আউটের মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
প্রসঙ্গত, প্রো মডেলে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৪,৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এতে AI ফিচার উপস্থিত – এআই ফটো এনহ্যান্স, এআই ইরেজ ২.০, এআই নোট অ্যাসিস্ট ও এআই সুপারলিঙ্ক। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।