Jio, Airtel ও Vi এর ২৫০ টাকার মধ্যে সেরা রিচার্জ প্ল্যান, কলিং সহ পাবেন ডেটা সুবিধা

সম্প্রতি Jio ও Airtel তাদের ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই যারা সস্তা প্ল্যান রিচার্জ করতে চান, তাদের জন্য এটা একটা বড় ধাক্কা। তবে এরপরেও Jio, Airtel ও Vi গ্রাহকরা ২৫০ টাকার কমে বেশ কয়েকটি আকর্ষণীয় প্ল্যান রিচার্জ করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা এই তিন সংস্থার সেই সমস্ত প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করবো। এই প্রিপেইড প্ল্যানগুলি আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ডেটা সহ অন্যান্য সুবিধা দেয়।
Airtel এর ২৫০ টাকার কমের প্ল্যান
২৫০ টাকার কমে এয়ারটেলের ১৮৯ টাকার প্ল্যানটি ২১ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ১০০ এসএমএস, ১ জিবি ডেটা এবং অনলিমিটেড কল অফার করে। এর সাথে পাওয়া যাবে পারফ্লেক্সিটি প্রো AI সাবস্ক্রিপশন।
এরপরে রয়েছে ১৯৯ টাকার প্ল্যান। এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে অনলিমিটেড কল, রোজ ১০০ এসএমএস এবং ২ জিবি ডেটা মেলে। অতিরিক্ত বেনিফিট হিসেবে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, পারফ্লেক্সিটি প্রো AI সাবস্ক্রিপশন এবং এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা ২১৯ টাকার প্ল্যানটিও রিচার্জ করতে পারেন। যেখানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ ৩ জিবি ডেটা দেওয়া হয়। এর অন্যান্য সুবিধা উপরের প্ল্যানের মতো।
Jio এর ২৫০ টাকার কমের প্ল্যান
জিও ২৫০ টাকার কমে ১৯৮ টাকার প্ল্যান অফার করে। এর ভ্যালিডিটি ১৪ দিন। এতে অনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ২৮ জিবি) পাওয়া যায়। গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও পাবেন। এর সাথে মেলে জিও টিভি এবং জিও AI ক্লাউডের সুবিধা। এরপরে আছে ২০৯ টাকা ও ২৩৯ টাকার প্ল্যান। যাদের ভ্যালিডিটি যথাক্রমে ২৮ দিন ও ২২ দিন। এখানে রোজ যথাক্রমে ১ জিবি ও ১.৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এর সাথে কলিং, এসএমএস সহ অন্যান্য বেনিফিট পাওয়া যাবে।
Vi এর ২৫০ টাকার মধ্যে রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়া ২৫০ টাকার কমে ১৮৯ টাকার একটি প্ল্যান অফার করে। ২৬ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে পাওয়া যায় অনলিমিটেড কল, মোট ৩০০ এসএমএস এবং ১ জিবি ডেটা। আবার ১৯৯ এবং ২০৯ টাকার প্ল্যানে যথাক্রমে ১ জিবি ও ২ জিবি ডেটা মেলে। এদের ভ্যালিডিটি ২৮ দিন। সাথে রয়েছে আনলিমিটেড কলিং সহ অন্যান্য সুবিধা। এরপরে আছে ১ মাসের ভ্যালিডিটি সহ আসা ২১৮ টাকার প্ল্যান। যেখানে ৩ জিবি ডেটা, অনলিমিটেড কল এবং ৩০০ এসএমএস দেওয়া হয়। আর ২৩৯ টাকার প্ল্যানের সাথে আনলিমিটেড কল, ৩০০ এসএমএস ও ২ জিবি ডেটা সহ গ্রাহকরা এক মাসের জিও হটস্টার ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করেন।