ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y400 Pro 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে। এটি গতবছর মার্চে আসা Y200 Pro 5G-র উত্তরসূরি হবে। ইতিমধ্যেই কোম্পানির তরফে ডিভাইসটির ডিজাইন, কালার অপশন ও ক্যামেরা ফিচার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে, Vivo Y400 Pro 5G হবে সেগমেন্টের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ভিভো এখনও পর্যন্ত Y400 Pro 5G এর দাম ঘোষণা করেনি, তবে মনে করা হচ্ছে এর মূল্য ধার্য করা হবে প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি। এই দামে ফোনটি OnePlus Nord CE 4, Nothing Phone 3a ও Motorola Edge 60-এর মতো ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আর ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি “ফ্রিস্টাইল হোয়াইট” শেড সহ আরও দু’টি কালার অপশনে পাওয়া যাবে। এটি Flipkart, Vivo India-র অফিসিয়াল ই-স্টোর ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি মডেলে ৬.৭৭ ইঞ্চি ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪,৫০০ নিটস পর্যন্ত। প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশন। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হবে ইন-ডিসপ্লে।
ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল সনি IMX882 সেন্সর যুক্ত প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভিভোর এই আসন্ন ফোনে একাধিক AI ফিচার পাওয়া যাবে, যার মধ্যে থাকবে গুগলের সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট্যান্ট, AI স্ক্রিন ট্রান্সলেট ইত্যাদি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.