Jio-র কামাল, এয়ারটেলের অর্ধেক দামে কলিং, ডেটা সহ নেটফ্লিক্স দেখার সুবিধা

Jio সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য এমন একটি পোস্টপেইড প্ল্যান লঞ্চ করেছে, যা ওটিটি প্রেমীদের সহজেই মন জয় করে নেবে। ৭৪৯ টাকার এই Jio পোস্টপেইড প্ল্যানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিও টিভির মতো অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর সাথে রয়েছে আনলিমিটেড কল ও ডেটার সুবিধা। জানিয়ে রাখি, সংস্থার নিকটতম প্রতিদ্বন্দ্বী Airtel এই একই সুবিধা গ্রাহকদের দিতে ১৩৯৯ টাকা চার্জ করে।
Jio ৭৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিওর ৭৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ১০০ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা। এর পর অতিরিক্ত ডেটা ব্যবহার করতে চাইলে প্রতি জিবিতে ১০ টাকা লাগবে। আবার যারা জিওর ৫জি নেটওয়ার্ক উপলব্ধ অঞ্চলে থাকেন এবং ৫জি ফোন ব্যবহার করেন তারা আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন।
অতিরিক্ত সিম ব্যবহার করা যাবে
জিওর ৭৪৯ টাকার এই প্ল্যানে প্রাইমারি সিম ছাড়াও আরও তিনটি অ্যাডিশনাল সিম নেওয়ার সুযোগ রয়েছে, যেখানে প্রতি মাসে ৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে এর জন্য সিম প্রতি অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে।
আনলিমিটেড কল ও ওটিটি সুবিধা
এই পোস্টপেইড প্ল্যানে রোজ ১০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে পাওয়া যাবে নেটফ্লিক্স বেসিক প্ল্যান, দু’বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট, ৯০ দিনের জন্য জিও হটস্টার ও জিও টিভির অ্যাক্সেস। এমনকি জিও ক্লাউড ব্যবহার করার জন্য ৫০ জিবি স্টোরেজ স্পেস মিলবে।
Airtel এর ১৩৯৯ টাকা প্ল্যানের সুবিধা
এয়ারটেলের ১৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে প্রাইমারি সিম সহ মোট চারটি সিম নেওয়া যাবে। এখানে দেওয়া হচ্ছে ২৪০ জিবি ডেটা, আনলিমিটেড কল ও এসএমএস। এর সাথে নেটফ্লিক্স বেসিক, ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম, এক বছরের জন্য হটস্টার মোবাইল, অ্যাপল টিভি+ কনটেন্ট এবং গুগল ওয়ানে ১০০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।