জল লাগলেও নষ্ট হবে না, লঞ্চের আগে Vivo Y500 ফোনের বিশেষত্ব প্রকাশ্যে

Vivo তাদের Y সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y500 এর উপর কাজ করছে। আজ এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে বলে আমাদের অনুমান। এই ডিভাইসে টেকসই গঠন, জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা এবং বড় ব্যাটারি দেওয়া হবে জানা গেছে। এছাড়া Vivo Y500 মডেলে দেওয়া হবে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ও ভালো ক্যামেরা। আসুন স্মার্টফোন সম্পর্কে কি কি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Vivo Y500 এর টিজার প্রকাশ্যে এল
টিজার পোস্টার থেকে জানা গেছে যে, Vivo Y500 ফোনটি জল থেকে সুরক্ষিত থাকবে। এটি IP68 সার্টিফিকেশন সহ আসবে। এছাড়া আমাদের অনুমান, এতে IP69 রেটিং থাকতে পারে। ফলে উচ্চ চাপ ও উষ্ণ গরম জল প্রতিরোধ করবে। উল্লেখ্য, গত মাসে ভারতে লঞ্চ হওয়া Vivo Y400 স্মার্টফোনেও IP68 ও IP69 রেটিং ছিল।
টিজার পোস্টারে কোম্পানি, ‘লং লাস্টিং, ডিউরেবল, এন্ড পাওয়ারফুল ফোন’ ট্যাগলাইন ব্যবহার করেছে। এছাড়া জানা গেছে যে, ভিভো ওয়াই৫০০ এরপিছনের ফ্লাট, রাউন্ড এজ এবং রাউন্ড ক্যামেরা মডিউল দেখা যাবে। এরমধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।
Vivo Y500 এর ব্যাটারি ও প্রসেসর
আসন্ন Y500 ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে আগের মডেলের মতো স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিন সহ চলবে।