Vivo Y500i মিড রেঞ্জে 7200mAh ব্যাটারি ও Snapdragon প্রসেসর সহ লঞ্চ হল

চীনের বাজারে একপ্রকার চুপিচুপি লঞ্চ হয়ে গেল Vivo Y500i। বড় ঘোষণা ছাড়াই Vivo তাদের অফিসিয়াল ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। ডিভাইসটি মাত্র ৮.৩৯ মিমি পুরু‌। আর এর ওজন ২১৯ গ্রাম হওয়ায় হাতে নিলে ভারী লাগতে পারে। স্মার্টফোনটি গ্যালাক্সি সিলভার, ফিনিক্স ওয়েলকামস গোল্ড ও অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আসুন Vivo Y500i এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y500i এর দাম

Vivo Y500i এর চীনে দাম শুরু হচ্ছে ১,৪৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ১৯,৪০০ টাকার সমান। এই মূল্য ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৭৯৯ ইউয়ান। ৫১২ জিবি স্টোরেজ চাইলে দাম পড়বে ১,৯৯৯ ইউয়ান। একই দামে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনও পাওয়া যাবে। সবচেয়ে টপ ভ্যারিয়েন্ট, ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৮,২০০ টাকা)।

Vivo Y500i এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৫০০আই মডেলের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ।

ফটোগ্রাফির জন্য Vivo Y500i স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা এফ/১.৮ অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্ট করবে। সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০পি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৭,২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে IP68 ও IP69 রেটিং থাকায় ধুলো আর জল নিয়ে চিন্তা করার দরকার নেই।

এই মুহূর্তে ফোনটি শুধু চীনেই বিক্রি হচ্ছে Vivo-র অনলাইন স্টোর থেকে। অন্য দেশে এটি কবে আসবে, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেয়নি কোম্পানি।