Vivo Y50i 5G দুর্দান্ত ফিচার ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম 20 হাজার টাকার কম

Vivo Y50i 5G আজ শনিবার লঞ্চ হল। এতে দুর্দান্ত ডিসপ্লে, বড় ব্যাটারি ও মিড রেঞ্জ প্রসেসর পাওয়া যাবে। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। সাথে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। জানিয়ে রাখি, এই সপ্তাহের শুরুতে Vivo Y31 Pro ও Vivo Y31 মডেল দুটি ভারতে লঞ্চ হয়েছে। আসুন Vivo Y50i 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y50i 5G এর দাম ও লভ্যতা
Vivo Y50i এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪৯৯ ইউয়ান, যা প্রায় ১৮,৫০০ টাকার সমান। এটি ডায়মন্ড ব্ল্যাক, অ্যাজুর এবং প্ল্যাটিনাম কালার অপশনে এসেছে। আপাতত ফোনটি চীনে বিক্রির জন্য উপলব্ধ।
Vivo Y50i 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ওয়াই৫০আই ৫জি ডিভাইসে এইচডি প্লাস রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চি এলসিডি প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এতে চোখের আরামের জন্য ডার্ক মোড ও TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Vivo Y50i 5G চীনে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Vivo Y50i 5G এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে। Vivo Y50i 5G এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৪, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ডুয়েল ন্যানো সিম সাপোর্ট।