ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi এবং Vivo India যৌথ উদ্যোগে এক নতুন অফারের ঘোষণা করল। এই অফারে Vivo V50e ফোনের সাথে একটি বিশেষ প্ল্যান রিচার্জ করলে অনেক সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ৫জি পরিষেবা, ফ্রি OTT সাবস্ক্রিপশন, এবং প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট। অর্থাৎ এক রিচার্জেই Vi প্রিপেড কানেকশন ব্যবহারকারীরা সমস্ত ধরনের সুবিধা উপভোগ করবেন।
ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে, Vivo V50e ব্যবহারকারীদের জন্য ১,১৯৭ টাকার একটি এক্সক্লুসিভ প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে। এর ভ্যালিডিটি ৮৪ দিন। প্ল্যানটির সঙ্গে পাওয়া যাবে Vi Movies & TV-র ১২ মাসের সাবস্ক্রিপশন, যেখানে ১৭টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম – যেমন JioCinema, Zee5, Sony Liv, Lionsgate Play, Fancode ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। এছাড়াও পাওয়া যাবে ৩৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল।
১১৯৭ টাকার এই Vi প্রিপেড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। পুরনো এবং নতুন, সমস্ত ধরণের Vi গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। তবে যারা Vivo V50e ফোনটি ১৭ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৫-এর মধ্যে কিনবেন, তারাই কেবল এই সুবিধা পাবেন।
এই অফারটি পেতে গ্রাহকদের প্রথমে Vivo V50e ফোনে Vi-এর প্রিপেড সিম ঢুকিয়ে ১,১৯৭ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। প্রথম তিন মাসের Vi Movies & TV সাবস্ক্রিপশন সঙ্গে সঙ্গেই চালু হবে। বাকি ৯ মাসের সাবস্ক্রিপশন পেতে হলে, একবছরের মধ্যে পরবর্তী তিনটি রিচার্জ করতে হবে।
ভিভো ভি৫০ই এপ্রিল মাসে বাজারে এসেছিল, যেখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৫৬০০ এমএএইচ ব্যাটারি যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যার মধ্যে একটা রিয়ার ও একটা সেলফির জন্য। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকি এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.