Samsung Galaxy S25 সিরিজকে চ্যালেঞ্জ জানাতে আসছে Xiaomi 15 সিরিজ। অপেক্ষার অবসান ঘটিয়ে শাওমি ঘোষণা করেছে যে এই স্মার্টফোন লাইনআপ ২রা মার্চ, শনিবার দেশের বাজারে লঞ্চ হবে। এই সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে — Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra। যদিও শাওমি খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে অরিজিনাল চীনা মডেলের মতোই বৈশিষ্ট্য থাকবে।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Xiaomi 15 ফোনে ৬.৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের ওলেড ডিসপ্লে, ১.৫কে রেজোলিউশন, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১.৩৯ মিমি পরিমাপের পাতলা বেজেল উপস্থিত থাকতে পারে। অন্যদিকে, আরও প্রিমিয়াম Xiaomi 15 Ultra মডেলটিতে ২কে রেজোলিউশনের ৬.৭৩ ইঞ্চি মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
শাওমি ১৫-তে ৫,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। আর শাওমি ১৫ আল্ট্রা ৬,১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই চার্জিং স্পিড থাকবে এতে। উভয় মডেলেই ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে। তবে ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের একটি টপ মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Xiaomi 15-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের তিনটি ট্রিপল-ক্যামেরা থাকবে। আর Xiaomi 15 Ultra-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩x অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর (স্যামসাং) থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Photo Credit – Android Headlines