Xiaomi 15 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে ২৬শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে। এতদিন ধরে বাইরের বিভিন্ন সূত্র মারফত এই ফ্ল্যাগশিপ ফোনটির ব্যাপারে তথ্য উঠে আসছিল। তবে খুব সম্প্রতি শাওমি গ্রুপের প্রেসিডেন্ট এবং রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং চীনে একটি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে ডিভাইসটির অফিসিয়াল স্পেসিফিকেশন নিশ্চিত করেছেন। এটির প্রধান হাইলাইট হবে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম।
বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সেই লাইভ সম্প্রচারের মূল বিষয়গুলি সংক্ষিপ্ত করে একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে পোস্ট করেছেন। Xiaomi 15 Ultra মডেলটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা (১/০.৯৮-ইঞ্চি, ২৩ মিমি, f/১.৬৩)। একে সঙ্গ দেবে ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (১৪ মিমি, f/২.২)।
বাকি দুই সেন্সর হল ৫০-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৭০মিমি, f/১.৮) এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (১/১.৪-ইঞ্চি, ১০০ মিমি, f/২.৬)। এটি ২০০ মিমি ও ৪০০ মিমি লসলেস আউটপুট সহ ইন-সেন্সর জুম (ISZ) সমর্থন করে, যা ০.৬x, ১x, ২x, ৩x, ৪.৩x, ৮.৭x এবং ১৭.৩x সহ একাধিক ফোকাল দৈর্ঘ্য অফার করবে।
Xiaomi 15 Ultra একটি “আলট্রা পিওর অপটিক্যাল সিস্টেম”-এর মাধ্যমে রাতের ফটোগ্রাফির লিমিটকে অতিক্রম করার লক্ষ্যে কাজ করে এবং মোবাইল ইমেজিংয়ে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে বলে দাবি শাওমির। এতে সেরা হার্ডওয়্যার থাকবে, যদিও এর ফলে দামও বাড়বে। ক্যামেরায় ইমপ্রুভমেন্টের পাশাপাশি, শাওমির নয়া ফ্ল্যাগশিপের ব্যাটারি, ডিসপ্লে এবং কানেক্টিভিটিতে শীর্ষ-স্তরের প্রযুক্তি দেখা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.