এক ধাক্কায় 19 হাজার টাকা সস্তা হল OnePlus 12, OnePlus Nord 4 5G ও Nord CE4 5G

OnePlus ফোনে এই মুহূর্তে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। তাই যদি আপনি এখন OnePlus স্মার্টফোন কিনতে চান, তাহলে আর সময় অপচয় করবেন না। এখানে আমরা OnePlus ফোনের সাথে পাওয়া সেরা তিনটি ডিল সম্পর্কে জানাবে। এই ডিলগুলি OnePlus 12, OnePlus Nord 4 5G ও Nord CE4 5G ডিভাইসের উপর দেওয়া হচ্ছে। স্মার্টফোন তিনটি 19,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আসুন কার উপর কি ডিল আছে দেখে নেওয়া যাক।

OnePlus 12

ওয়ানপ্লাস 12 ডিভাইসের 12GB+256GB ভ্যারিয়েন্ট অ্যামাজনে এখন 51,998 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে 6,000 টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে এটি 45,998 টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি, লঞ্চের সময় এই ভ্যারিয়েন্টের দাম ছিল 64,999 টাকা। অর্থাৎ ফোনটি লঞ্চের সময়ের চেয়ে 19,000 টাকা কমে বাড়ি আনা যাবে।

OnePlus Nord 4 5G

ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনের 8GB+256GB ভ্যারিয়েন্ট অ্যামজনে 29,498 টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিলে এটি 4,500 টাকা ছাড়ে কেনা যাবে, যার ফলে এর দাম কমে দাঁড়াবে 24,998 টাকায়। জানিয়ে রাখি, লঞ্চের সময় এই ভ্যিরিয়েন্টের দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ মোট 8,000 টাকা ছাড় রয়েছে।

OnePlus Nord CE4 5G

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5G এর 8GB+128GB ভ্যারিয়েন্ট এই সময় অ্যামাজনে 21,998 টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে 2,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে এটি 19,998 টাকায় অর্ডার করা যাবে। জানিয়ে রাখি, লঞ্চের সময় এই মডেলের দাম ছিল 24,999 টাকা। অর্থাৎ এটি 5,000 টাকা পর্যন্ত কমে কেনা যাবে।