Xiaomi 15 Ultra নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছে। এটি শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে এবং প্রথমে চীনে প্রকাশ হবে বলে খবর ভেসে বেড়াচ্ছে। সংস্থার তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা না হলেও, মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টে Xiaomi 15 Ultra লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন সূত্রের দাবি, তার আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ডিভাইসটি চীনে রিলিজ হবে।
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর একটি পোস্ট অনুযায়ী, শাওমি 15 আল্ট্রা চীনে ফেব্রুয়ারির শেষে মুক্তি পাবে। গ্লোবাল লঞ্চ ঠিক তার পরেই, যা 3-6 মার্চ স্পেনের বার্সেনোলা শহরে অনুষ্ঠিত MWC 2025-এ ঘোষণা হবে। উল্লেখ্য, গত বছর একই ইভেন্টে শাওমি 14 আল্ট্রা গ্লোবালি রিলিজ হয়েছিল। শাওমি 15 আল্ট্রা ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটে হাজির রয়েছে। তাই ভারতেও ফোনটি শীঘ্রই লঞ্চ হওয়ার আশা করা যায়।
কোনওটাই যদিও অফিসিয়াল নয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শাওমির এই হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসে 6.73 ইঞ্চি এলটিপিও ডিসপ্লে ব্যবহার হবে। ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকার সম্ভাবনা বেশি। এটি 14 Ultra-র Snapdragon 8 Gen 3-এর থেকেও বেশি পাওয়ারফুল। ফটোগ্রাফির দিক থেকে শাওমি বড় চমক দিতে চলেছে।
শাওমি 15 আল্ট্রা মডেলে 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেখা যেতে পারে। জানিয়ে রাখি, 2024 সালের মার্চে Xiaomi 14 Ultra ভারতে 99,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই বছর উত্তরসূরী মডেলের দাম 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.