মোবাইল

এবছরের সবচেয়ে সেরা স্মার্টফোন Xiaomi 15 Ultra চলতি মাসেই লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

Published on:

Xiaomi 15 Ultra launch date tipped know specifications price details

শাওমি চলতি মাসে Xiaomi 15 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ডিভাইসটি লঞ্চ হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, চাইনিজ ব্র্যান্ডটি গতবছর অক্টোবরে চীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro লঞ্চ করেছিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছিল এই দুই ডিভাইস। এবার এদের আপগ্রেড মডেল হিসেবে Xiaomi 15 Ultra বাজারে আসছে।

Xiaomi 15 Ultra এর ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আশা করা হচ্ছে যে শাওমি ১৫ আল্ট্রা মডেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর।

পারফরম্যান্সের জন্য শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো এর মতো শাওমি ১৫ আল্ট্রা নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সহ আসবে। এটি ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

আবার Xiaomi 15 Ultra মডেলে 2K কোয়াড-কার্ভড প্যানেল দেখা যেতে পারে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে এবং এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ভারতে Xiaomi 15 Ultra এর সম্ভাব্য দাম

শাওমি এখনও ১৫ আল্ট্রা মডেলের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। এছাড়া এর দামও জানা যায়নি। তবে আশা করা যায় যে শাওমি ১৫ আল্ট্রা ফোনের দাম ১ লাখ টাকার কাছাকাছি রাখা হবে।

উল্লেখ্য Xiaomi 14 Ultra এর ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯৯,৯৯৯ টাকা।