অবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত Xiaomi 15 Ultra স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ৭৮,০০০ টাকা থেকে। অর্থাৎ এটি প্রিমিয়াম বিভাগে এসেছে। এই ফ্ল্যাগশিপ ফোনে আছে ৬.৮৩ ইঞ্চি ২কে রেজোলিউশনের OLED ডিসপ্লে। এটি দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হয়েছে। Xiaomi 15 Ultra ডিভাইসে ১ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স উপস্থিত। এই স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং শীঘ্রই ভারত ও অন্যান্য বাজারেও পাওয়া যাবে।
শাওমি ১৫ আল্ট্রা এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৪৯৯ ইউয়ান (প্রায় ৭৮,০৫০ টাকা), ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৯৯৯ ইউয়ান (প্রায় ৮৪,০৫০ টাকা), ১৬ জিবি র্যাম + ১টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭৭৯৯ ইউয়ান (প্রায় ৯৩,৬৫৫ টাকা), এবং ১৬ জিবি র্যাম + ১টিবি স্টোরেজ ডুয়েল স্যাটেলাইট ভার্সনের দাম ৭৯৯৯ ইউয়ান (প্রায় ৯৬,০৪৫ টাকা)।
আপাতত শাওমি ১৫ আল্ট্রা প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ৩ মার্চ থেকে চীনে এর সেল হবে। Xiaomi 15 এর সাথে ফোনটি গ্লোবাল মার্কেটে ২ মার্চ এবং মার্চ মাসে ভারতে লঞ্চ হবে। এটি ক্লাসিক ব্ল্যাক এবং সিলভার, পাইন এবং সাইপ্রেস গ্রীন, হোয়াইট এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এসেছে।
শাওমি ১৫ আল্ট্রা ডিভাইসে ৬.৭৩-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৩২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে এইচডিআর ১০, ডলবি ভিশন এবং শাওমি সিরামিক গ্লাস প্রোটেকশন ২.০ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ থাকবে। ফোনটি শাওমির হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলে।
তাপ নিয়ন্ত্রণের জন্য এতে কোল্ড পাম্প কুলিং সিস্টেম উপস্থিত। এই হ্যান্ডসেটে রয়েছে শাওমি স্টার কমিউনিকেশন, যা নেটওয়ার্ক ছাড়াই ৭ কিলোমিটার পর্যন্ত টু-ওয়ে কলিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য শাওমি ১৫ আল্ট্রা মডেলে ১ ইঞ্চি সেন্সর সহ ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৪ ইভি নেটিভ ডায়নামিক রেঞ্জ এবং ওআইএস, জেএন৫ ইমেজ সেন্সর সহ ৫০-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আইএমএক্স৮৫৮ ইমেজ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল লাইকা টেলিফটো ক্যামেরা এবং ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল সুপার টেলিফোটো লেন্স আছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ওমনিভিশন OV32B40 সেন্সর সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 15 Ultra ফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। চার্জিংয়ের জন্য এতে রয়েছে টাইপ-সি পোর্ট। ডিভাইসটি স্টেরিও স্পিকারের সাথে এসেছে যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে আছে ৫জি, ডুয়াল ৪জি, ব্লুটুথ ৬.০, ওয়াই-ফাই ৭, এনএফসি এবং স্যাটেলাইট কমিউনিকেশন। এই স্মার্টফোনে IP68 ধুলো ও জল প্রতিরোধী রেটিং আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.