ট্রিপল লেইকা ক্যামেরা সহ Xiaomi 15S Pro এর এন্ট্রি আসন্ন, থাকবে 2K ডিসপ্লে

Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন বিন নিজেই সম্প্রতি ঘোষণা করেছেন। ফ্যানদের সাথে আলাপচারিতার সময় লিন বিন নিশ্চিত করেছেন যে, তারা Xiaomi 15S Pro নামে একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। যদিও ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসকে দেখা গেছে এবং সেখান থেকে এর স্পেসিফিকেশন সামনে এসেছে।
তিন বছর পর আসছে Xiaomi S সিরিজের ফোন
রিপোর্ট অনুযায়ী, Xiaomi 15S Pro, শাওমি 12S এর পর ব্র্যান্ডের পরবর্তী S-সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হবে, যেটি প্রায় তিন বছর আগে লঞ্চ হয়েছিল। আসন্ন স্মার্টফোনে শাওমি 15 প্রো এর মতো ডিজাইন দেখা যাবে। সাথে থাকবে 2K কোয়াড-কর্ভড ডিসপ্লে এবং ট্রিপল লেইকা ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: Xiaomi 15S Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
মিলতে পারে 6000mAh এর বেশি ব্যাটারি
তবে ব্যাটারিতে বড় আপগ্রেড দেখা যেতে পারে। অনুমান করা হচ্ছে, শাওমি 15S প্রো-এর ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh এর চেয়ে বেশি হতে পারে। এছাড়া 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এতে 90W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
শক্তিশালী প্রসেসরও থাকবে
কয়েকটি রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, শাওমি এই ডিভাইসে নিজস্ব ইন-হাউস চিপসেট ব্যবহার করতে পারে। TSMC এর N4P প্রসেসে তৈরি, এই নতুন চিপসেটে স্ট্যান্ডার্ড তিন-ক্লাস্টার আট-কোর লেআউট থাকবে। এটি পারফরম্যান্সে স্ন্যাপড্রাগন 8 জেন 1 কে এবং অপ্টিমাইজেশনের ক্ষেত্রে জেন 2 কে টেক্কা দিতে পারে।