শাওমি তাদের শেষ “S Pro’ স্মার্টফোন ২০২২ সালে লঞ্চ করেছিল। পরের দুই বছর Xiaomi 13 এবং 14 ফ্ল্যাগশিপ সিরিজে ওই নামে কোনও মোবাইল ফোন আসেনি। তবে এখন আশার আলো দেখিয়ে দাবি করা হয়েছে যে, অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর Xiaomi 15 সিরিজে ওই মডেল যুক্ত হতে পারে৷।
Xiaomi 15S Pro নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। গত বছরের আগস্টে IMEI ডেটাবেসে 25042PN24C মডেল নম্বর যুক্ত ডিভাইসটিই Xiaomi 15S বলে জানা গিয়েছিল। আর এখন একই মডেল নম্বর চীনের 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছে। ওই প্ল্যাটফর্মের লিস্টিং অনুযায়ী, শাওমির আপকামিং ফোনটিতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। উল্লেখ্য, Xiaomi 15 Pro-র ব্যাটারিও একই স্পিড অফার করে।
তবে সার্টিফিকেশন ডিটেলসে অনুপস্থিত একটি বৈশিষ্ট্য হল স্যাটেলাইট কানেক্টিভিটি। Xiaomi 15 Pro টু-ওয়ে বা দ্বিমুখী স্যাটেলাইট যোগাযোগ সমর্থন করে। কিন্তু Xiaomi 15S Pro মডেলে উক্ত ব্যবস্থা থাকবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। সার্টিফিকেশন নতুন ফোনটির সম্পর্কে সামান্য ধারণা দিয়েছে। ডিজাইন, হার্ডওয়্যার সহ অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও অজানা থেকে গিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে Xiaomi 12 Pro-র আরও উন্নত বা প্রিমিয়াম ভার্সন হিসাবে Xiaomi 12S Pro লঞ্চ হয়েছিল। এতে Snapdragon 8+ Gen 1 চিপসেটের পরিবর্তে Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে। পাশাপাশি, ক্যামেরা ও ডিসপ্লেতে আপগ্রেড বর্তমান। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে 15 Pro মডেলটির থেকে উন্নত প্রযুক্তি অফার করতে পারে Xiaomi 15S Pro।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.