Xiaomi 15T ও 15T Pro এর ফিচার ফাঁস, শক্তিশালী প্রসেসর ও Leica ক্যামেরা সহ বাজারে এন্ট্রি নিচ্ছে

Xiaomi শীঘ্রই বাজারে আনতে চলেছে 15T সিরিজ। এই সিরিজে Xiaomi 15T এবং Xiaomi 15T Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। আজ এই ডিভাইস দুটির ছবি সামনে এসেছে। জনপ্রিয় টিপস্টার Roland Quandt আজ WinFuture ওয়েবসাইটে এদের রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। টিপস্টারের দাবি সত্যি হলে, উভয় স্মার্টফোনের ফিচার প্রায় একই রকম হবে। কেবল ক্যামেরা সহ আর কয়েকটি ক্ষেত্রে সামান্য পার্থক্য দেখা যাবে। আর Xiaomi 15T মডেলটি যেখানে প্লাস্টিক ফ্রেম সহ আসবে, সেখানে Pro মডেলে মেটাল ফ্রেম থাকবে।
Xiaomi 15T ও Xiaomi 15T Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
টিপস্টারের দাবি অনুযায়ী, Xiaomi 15T ও Xiaomi 15T Pro স্মার্টফোনে থাকবে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ৭আই। প্রো মডেলের ডিসপ্লে ১৪৪ হার্টজ পর্যন্ত এবং বেস মডেলের ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এই স্ক্রিনের রেজোলিউশন থাকবে ২৭৭২×১২৮০ পিক্সেল। এটি ৩২০০ নিট ব্রাইটনেস, এইচডিআর ১০+ ও ডলবি ভিশন সাপোর্ট করবে।
প্রসেসর
এদিকে পারফরম্যান্সের জন্য শাওমি ১৫টি ফোনে দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর। অন্যদিকে শাওমি ১৫টি প্রো মডেলে থাকবে ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসর। উভয় ডিভাইস ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরা
Xiaomi 15T ও Xiaomi 15T Pro মডেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা যাবে ক্যামেরায়। প্রো মডেলে OIS সহ ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৯০০ প্রাইমারি সেন্সর, স্যামসাংয়ের JN5 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল ৫x টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর পাওয়া যাবে।
অন্যদিকে, Xiaomi 15T ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৮০০ প্রাইমারি সেন্সর, ২x জুম ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় মডেলে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরায় লাইকার ব্র্যান্ডিং এবং ইমেজ টিউনিংও থাকবে।