শাওমি ও রেডমির নতুন চমক, আসছে Xiaomi 15T Pro ও Redmi 15 5G সহ একাধিক নতুন স্মার্টফোন

শাওমি এই মুহূর্তে ১৫টি সিরিজের অধীনে নতুন দুটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করছে, যাদের নাম Xiaomi 15T এবং Xiaomi 15T Pro। এই সিরিজের ডিভাইসগুলি মূলত সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার অফার করে। সম্প্রতি, Xiaomi 15T Pro মডেলটি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার এটি ফেডারেল কমিউনিকেশন কমিশন বা FCC-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে স্মার্টফোনটির গ্লোবাল মার্কেটে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র।
Xiaomi 15T Pro তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে
এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, শাওমি ১৫টি প্রো এর মডেল নম্বর 2506BPN68G। এতে থাকবে ওয়াই-ফাই ৭, ৫জি, ব্লুটুথ ও এনএফসি-এর মতো আধুনিক কানেক্টিভিটি ফিচার। এটি তিনটি মেমোরি ও স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে- ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৫১২ জিবি এবং সর্বোচ্চ ১টিবি স্টোরেজ। ডিভাইসে প্রি-ইনস্টল থাকবে হাইপারওএস ২.০ কাস্টম স্কিন।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে Xiaomi 15T Pro
জানা গেছে, শাওমি ১৫টি প্রো চীনে সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি কে৮০ আল্ট্রা-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, তবে কিছু পরিবর্তন থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। এর সামনে থাকবে Samsung S5KKDS সেলফি সেন্সর, আর পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল OmniVision OVX9100 প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল Samsung JN5 টেলিফটো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৪১০ এমএএইচ-র বদলে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi 15 সিরিজে থাকবে তিনটি মডেল
এদিকে শাওমির সাব ব্র্যান্ড রেডমি-ও চুপ করে বসে নেই। সংস্থাটি ‘Redmi 15’ সিরিজের একাধিক মিড-রেঞ্জ ফোনের ওপর কাজ করছে বলে শোনা গেছে। এই সিরিজের অধীনে অন্তত তিনটি মডেল আসতে পারে – Redmi 15 5G, Redmi 15C 5G এবং Redmi 15C (4G)। ইতিমধ্যেই প্রথম মডেলটি এফসিসি থেকে অনুমোদন পেয়েছে, সম্প্রতি আবার এটি আইএমডিএ এবং টিইউভি-র সাইটেও তালিকাভুক্ত হয়েছে।
Redmi 15 5G স্মার্টফোনটি 25057RN09G এবং 2505RN09E মডেল নম্বর সহ টিইউভি ও আইএমডিএ সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। যদিও কোনো সার্টিফিকেশন সাইট থেকে এর স্পেসিফিকেশন সামনে আসেনি।