Xiaomi 15T Pro ও Xiaomi 15T মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ও Leica ক্যামেরা সহ লঞ্চ হল

বুধবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর মিউনিখে লঞ্চ হল Xiaomi 15T ও Xiaomi 15T Pro। উভয় মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং Leica এর ট্রিপল রিয়ার ক্যামেরা। এরমধ্যে Xiaomi 15T Pro ফোনটি ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেটে চলে, অন্যদিকে Xiaomi 15T ডিভাইসে ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুটি স্মার্টফোনেই ৫৫০০ এমএএইচ ব্যাটারি, তাপ নিয়ন্ত্রণের জন্য 3D IceLoop সিস্টেম উপস্থিত।
Xiaomi 15T Pro, Xiaomi 15T এর দাম ও কালার অপশন
Xiaomi 15T Pro এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯ পাউন্ড (প্রায় ৭৭,০০০ টাকা)। আর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬৯৯ পাউন্ড (প্রায় ৮৩,০০০ টাকা) এবং ৭৯৯ পাউন্ড (প্রায় ৯৯,০০০ টাকা)। এটি ব্ল্যাক, গ্রে এবং মোচা গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।
এদিকে শাওমি ১৫ টি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৫৪৯ পাউন্ড (প্রায় ৬৫,০০০ টাকা) রাখা হয়েছে। আর এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৫৪৯ পাউন্ড (প্রায় ৬৫,০০০ টাকা)। এটি ব্ল্যাক, গ্রে এবং রোজ গোল্ড কালার অপশনে এসেছে।
Xiaomi 15T Pro স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়াল সিমের শাওমি ১৫টি প্রো ফোনটি হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলে। এতে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে (১২৮০×২৭৭২ পিক্সেল) অ্যামোলেড এলআইপিও স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লে ৩২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
Xiaomi 15T Pro হ্যান্ডসেটে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার সাথে Huawei Summilux অপটিক্যাল লেন্স রয়েছে। এই ক্যামেরাগুলি হল OIS ও এফ/১.৬২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৯০০ সেন্সর, OIS ও ৫এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Xiaomi 15T Pro ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ এবং এতে এআই-ভিত্তিক ফেস আনলক ফিচার সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে তাপ নিয়ন্ত্রণের জন্য 3D IceLoop সিস্টেম দেওয়া হয়েছে।
Xiaomi 15T স্পেসিফিকেশন ও ফিচার
Xiaomi 15T ডিভাইসে Xiaomi 15T Pro এর মতো একই সফ্টওয়্যার, ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা ও IP রেটিং আছে। এতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর সহ এসেছে।
ক্যামেরার কথা বললে, Xiaomi 15T মডেলে লেইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত, যার মধ্যে রয়েছে ৬০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৮০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর আইপি৬৮ রেটিং সহ আসা এই স্মার্টফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নতুন ফোনগুলিতে শাওমি অ্যাস্ট্রাল কমিউনিকেশন ফিচার আছে, যা ব্যবহারকারীদের সেলুলার বা Wi-Fi নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কল করতে দেয়।