শাওমি আগামী মাসে বা চলতি বছরের শেষে Xiaomi 15T স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসতে পারে – Xiaomi 15T ও Xiaomi 15T Pro। ইতিমধ্যেই এদের ডিজাইন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আজ আবার ফোন দুটির দাম সম্পর্কেও ধারণা পাওয়া গেল। যার ভিত্তিতে বলা যায় যে, আসন্ন ডিভাইস দুটির মূল্য আগের সিরিজের মতোই রাখা হবে।
রিপোর্ট অনুযায়ী, Xiaomi 15T ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৬৪৯ ইউরো (প্রায় ৬৬,০০০ টাকা)। অন্যদিকে, একই স্টোরেজ সহ Xiaomi 15T Pro এর প্রারম্ভিক মূল্য ধার্য করা হতে পারে ৭৯৯ ইউরো (প্রায় ৮২,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৮৯৯ ইউরো (প্রায় ৯২,০০০ টাকা)।
কালার অপশনের কথা বললে, শাওমি ১৫টি ও শাওমি ১৫টি প্রো কালো, ধূসর এবং সোনালি রঙে আসবে বলে দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসেই শাওমি ১৫টি সিরিজ বাজারে আসবে।
টিকটক ব্যবহারকারী, @mifanlikeyou জানিয়েছেন যে, 15T সিরিজে Leica ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ক্যামেরাগুলি রাখা হবে বর্গাকার মডিউলের ভিতরে। এদের পিছনে বাঁদিকের নিচে শাওমির লোগো দেখা গেছে। পাওয়ার ও ভলিউম বাটন থাকবে ডানদিকে। ফাঁস হওয়া ছবিগুলি থেকে স্পষ্ট যে স্মার্টফোন দুটি ফ্ল্যাট মেটালিক ফ্রেম সহ আসবে।
ফিচারের কথা বললে, Xiaomi 15T Pro মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এতে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সহ আসবে।
ফটোগ্রাফির জন্য এই প্রো মডেলে থাকবে ৫০ মেগাপিক্সেল OmniVision OVX9100 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN5 5X টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এদিকে, Xiaomi 15T এর স্পেসিফিকেশন প্রায় প্রো মডেলের মতো হলেও এতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং।
Photo Creedit: @mifanlikeyou
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.