ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে আসছে Xiaomi 16 ফোন

শাওমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 16 বছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে। শুরুতে ডিভাইসগুলি চীনে লঞ্চ হবে, সম্ভবত সেপ্টেম্বর মাসে। এরপর ধীরে ধীরে এগুলি গ্লোবাল মার্কেটে ও ভারতে পা রাখবে। এই সিরিজের অধীনে তিনটি মডেল শুরুতে আসতে পারে – Xiaomi 16, Xiaomi 16 Pro এবং Xiaomi 16 Pro Mini। তবে আন্তর্জাতিক বাজারে এরমধ্যে শুধু স্ট্যান্ডার্ড Xiaomi 16 মডেলটিই লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ইউরেসিয়ান ইকোনমিক কমিশন বা EEC সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে।

Xiaomi 16 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট পেল অনুমোদন

ইউরোপের EEC (ইউরেসিয়ান ইকোনমিক কমিশন) প্ল্যাটফর্মে শাওমি ১৬ এর একটি গ্লোবাল ভ্যারিয়েন্ট উপস্থিত হয়েছে। এটি শাওমি ১৫ এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। এই ডিভাইসটিও ২০২৪ সালের মে মাসে EEC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছিল, এরপর ২০২৫ সালের মার্চে শাওমি ১৫ আল্ট্রা-র সঙ্গে আন্তর্জাতিক বাজারে আসে। আসন্ন শাওমি ১৬ মডেলটিও একই সময়ে লঞ্চ হতে পারে। এর সাথে আসতে পারে শাওমি ১৬ আল্ট্রা।

EEC ডেটাবেসে যে নতুন শাওমি ১৬ মডেলটিকে দেখা গেছে, তার মডেল নম্বর 25113PN0EG। এর আগে IMEI ডেটাবেসেও এই একই মডেল নম্বর উপস্থিত হয়েছিল। ফোনটির চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর 25113PN0EC, আর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর হতে পারে 25113PN0EI।

Xiaomi 16 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৬ স্মার্টফোনে ৬.৩ ইঞ্চি আরজিবি OLED ডিসপ্লে পাওয়া যেতে পারে, যার রেজোলিউশন হতে পারে ২কে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে প্রায় ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য এর রিয়ার প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১/১.৩ ইঞ্চির বড় সেন্সর), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক HyperOS 3.0 কাস্টম স্কিনে চলবে।