চাইনিজ মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও একাধিক প্রিমিয়াম স্মার্টফোন আনতে শুরু করেছে শাওমি। সংস্থা সম্প্রতি নিশ্চিত করেছে যে Xiaomi 15 সিরিজ আগামী ২ মার্চ ভারত সহ বিশ্ববাজারে মুক্তি পাবে। আবার এই লাইনআপ বাজারে আসার আগেই Xiaomi 16 সিরিজের তথ্য ফাঁস হতে শুরু করেছে। একটি সূত্র Xiaomi 16 Pro-র ডিসপ্লে ডিজাইন এবং স্পেসিফিকেশন সামনে এনেছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ফোনটির নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি। তবে চীনা সংবাদমাধ্যমের অনুমান, তিনি Xiaomi 16 Pro সম্পর্কেই বলতে চেয়েছেন। রিপোর্ট বলছে, এই ফোনে অতি পাতলা, ইউনিফর্ম বেজেল সহ ফ্ল্যাট স্ক্রিন থাকবে। এটি ৬.৮৫ ইঞ্চির বিশাল এলটিপিও ওলেড প্যানেল হবে, যা ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও বলেছেন, ডিসপ্লেতে এলটিপিও প্রযুক্তি ব্যবহার হবে, যা সিমেট্রিক্যাল (প্রতিসম), সরু-বর্ডার লুক নিশ্চিত করবে। যদি এই খবর সত্যি হয়, তাহলে এই অগ্রগতি iPhone 16 Pro মডেলগুলির বেজেল কন্ট্রোলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যেখানে বর্তমানে ১.৪৪ মিমি সাইড বেজেল এবং ১.৪১ মিমি টপ এবং বটম বেজেল দেখা যায়।
উল্লেখ্য, শাওমি অতীতে ধারাবাহিকভাবে তাদের Pro এবং Ultra ফ্ল্যাগশিপ মডেলে একই রকম ডিসপ্লে অফার করেছে। যে কারণে Xiaomi 16 Ultra ফোন ৬.৮৫ ইঞ্চি স্ক্রিনের সাথে আসতে পারে, কারণ Xiaomi 16 Pro-তেও একই পরিমাপের ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে। Xiaomi 16 Pro এই বছরের অক্টোবরে Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Ultra মডেলটি ২০২৬ সালের প্রথমার্ধে একই চিপসেট সহ লঞ্চ হতে পারে।