Xiaomi 16 সিরিজে থাকবে 100W ফাস্ট চার্জিং, 3C থেকে অনুমোদন পেল

সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে বাজারে আসতে চলেছে Xiaomi 16 সিরিজ। ইতিমধ্যেই জানা গেছে, আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর সহ আসা প্রথম স্মার্টফোন সিরিজ হবে এটি। আর এই সিরিজের অধীনে Xiaomi 16, Xiaomi 16 Pro এবং Xiaomi 16 Pro Mini মডেল তিনটি লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও স্মার্টফোন তিনটির লঞ্চের তারিখ জানানো হয়েনি। তবে ফোনগুলিকে যে দ্রুত বাজারে আনতে শাওমি তৎপর, তা আজকের ঘটনা থেকে স্পষ্ট হয়েছে‌।

Xiaomi 16 সিরিজ উপস্থিত হল 3C সার্টিফিকেশন সাইটে

আজ শাওমি ১৬ সিরিজের দুটি নতুন ডিভাইস কে চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।‌ এদের মডেল নম্বর হল 25113PN0EC ও 25098PN5AC। আগেই জানা গিয়েছিল এই মডেল নম্বর দুটি শাওমি ১৬ ও শাওমি ১৬ প্রো স্মার্টফোনের। সার্টিফিকেশন সাইট উঠে এসেছে যে, উভয় ফোনে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, সিরিজের আরও একটি ডিভাইস (মডেল নম্বর 2509FPN0BC) 3C থেকে অনুমোদন পেয়েছে, যদিও আমরা এখনো ডেটাবেসে খুঁজে পায়নি। এটি শাওমি ১৬ মিনি মডেল হবে।

Xiaomi 16 সিরিজের ফিচার

বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে, Xiaomi 16 সিরিজে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। বেস মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। এটি ৬৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক শাওমি হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

এদিকে Xiaomi 16 Mini ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়াটারপ্রুফ বডি সহ আসবে। ফটোগ্রাফির জন্য প্রাইমারি রিয়ার ক্যামেরায় বড় সেন্সর ব্যবহার করা হবে।