ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের ক্ষেত্রে এবছর ভিন্ন কৌশল নিতে চলেছে Xiaomi। সাধারণত কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে শুরুতে বেস ও প্রো (vanilla ও Pro) মডেল লঞ্চ করে। এর কয়েকমাস পর বাজারে আনা হয় Ultra মডেল। কিন্তু আজ জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Xiaomi 16 সিরিজ থেকে এই নিয়ম আর অনুসরণ করবে না কোম্পানিটি। পরিবর্তে একসঙ্গে তিনটি ফোন বাজারে এন্ট্রি নিতে পারে।
টিপস্টারের জানিয়েছেন, ২০২৫ সালে একই সঙ্গে লঞ্চ হতে চলেছে Xiaomi 16 সিরিজের বেস, Pro এবং Ultra মডেল। যদিও এদের নির্দিষ্ট লঞ্চের তারিখ তিনি বলতে পারেননি। তবে সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ফোন তিনটি বাজারে আসতে পারে। এর আগেও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ডিসেম্বরের মধ্যে নতুন সিরিজের ডিভাইসগুলি লঞ্চ হতে পারে।
শাওমি ১৬ সিরিজের আল্ট্রা মডেল নিয়ে প্রত্যাশা তুঙ্গে। চীনা ব্র্যান্ডটি এই ফ্ল্যাগশিপ মডেলের ক্যামেরা Leica-এর সঙ্গে যৌথভাবে ডেভেলপ করছে। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সাথে পাওয়া যাবে স্পেশাল পেরিস্কোপ লেন্স। এই ক্যামেরা ৩x বা ৫x জুম সাপোর্ট করবে।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন, এই ফোনে একটি নতুন CMOS সেন্সর ব্যবহার করা হবে, যা ডুয়েল অপটিক্যাল জুম সিস্টেমের সঙ্গে কাজ করবে। ফলে দূরের ছবি আরও ভালোভাবে ক্যাপচার করা যাবে।
এছাড়া Xiaomi 16 Ultra মডেলে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপ। এর সামনে দেখা যেতে পারে ৬.৮ ইঞ্চি ২কে প্লাস এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার বেজেল থাকবে মাত্র ১.২ মিমি। স্মার্টফোনটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে। এছাড়া এতে থাকতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং নতুন হাইপারওএস ৩.০ কাস্টম স্কিন।
Photo Credit: xpertpick
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.