Categories: মোবাইল

Xiaomi 17 ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে

গতকালই চীনে মহা সমারোহে লাইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট সহ লঞ্চ হয়েছে Xiaomi 17। এবার ডিভাইসটি ভারত সহ অন্যান্য বাজারে পা রাখবে। সেইমতো কোম্পানির তরফে আজ জানানো হয়েছে যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এদেশে স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস ইভেন্টে হ্যান্ডসেটটি কে দেখানো হয়েছে। ইভেন্টে Xiaomi 17 এর ব্লু কালার অপশনটিকে দেখানো হয়েছে। উল্লেখ্য, চীনে এটি ব্ল্যাক, পিঙ্ক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন।

ভারতে স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস ইভেন্টে দেখানো হল Xiaomi 17 মডেলকে

স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস ইভেন্টে, শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা, নতুন লঞ্চ হওয়া Xiaomi 17 স্মার্টফোনটিকে প্রদর্শন করেছেন। বলা হয়েছে এতে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট থাকবে। তিনি জানান যে শীঘ্রই ভারতে এই হ্যান্ডসেটটি আসতে চলেছে। ইভেন্টে একে ব্লু কালার অপশনে দেখানো হলেও চীনে এটি আরও তিনটি কালার অপশনে উপলব্ধ। তবে, চীনা ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন সহ হ্যান্ডসেটটি এদেশে আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Xiaomi 17 এর দাম

চীনে Xiaomi 17 ফোনের বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৬,০০০ টাকা)। আবার ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনগুলির দাম যথাক্রমে ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৬০,০০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা)। এটি ব্লু, পিঙ্ক, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে এসেছে।

Xiaomi 17 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল-সিমের শাওমি ১৭ হ্যান্ডসেটে ৬.৩ ইঞ্চির ১.৫কে (২,৬৫৬x১,২২০ পিক্সেল) ওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট সর্বোচ্চ ৩০০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩,৫০০ নিট। স্ক্রিনের চারধারে ১.১৮ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বেজেল উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলে।

Xiaomi 17 কোয়ালকমের সদ্য উন্মোচিত অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত, যা ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর নির্মিত। এতে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজ মিলবে। Xiaomi 17 ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত কাজগুলি সম্পাদনের জন্য কোম্পানি কোয়ালকম এআই ইঞ্জিনও অন্তর্ভুক্ত করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসে ৭,০০০ এমএএইচ ব্যাটারিও দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

12 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

12 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

12 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.