গত বৃহস্পতিবার শাওমি চীনে Xiaomi Pad 8 ট্যাবলেট সিরিজের সাথে লঞ্চ করেছে তাদের বহু প্রতীক্ষিত Xiaomi 17 স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপটি হাইপারওএস ৩ কাস্টম স্কিন এবং Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ এসেছে। সিরিজটি লঞ্চের একদিনের মধ্যেই কোম্পানি স্ট্যান্ডার্ড Xiaomi 17 ফোনের একটি নতুন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে, যার বিক্রি আগামী সপ্তাহে শুরু হবে। Xiaomi 17 হ্যান্ডসেটটি Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটেড বডি অফার করে।
শাওমি চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো প্ল্যাটফর্মে পোস্ট করে Xiaomi 17 এর নতুন ১৬ জিবি + ১ টিবি র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রকাশ্যে এনেছে। এর দাম রাখা হয়েছে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯০০ টাকা)। এই নয়া মডেলটি আগামী ৫ অক্টোবর থেকে চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে।
নতুন ভ্যারিয়েন্টটি শাওমি ১৭ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের সাথে পাওয়া যাবে। আর ফোনটি ব্ল্যাক, আইস মেল্টিং ব্লু, স্নো মাউন্টেন পাউডার এবং হোয়াইট (চীনা ভাষা থেকে অনূদিত) কালার অপশনে উপস্থিত।
Xiaomi 17 মডেলে ৬.৩ ইঞ্চির ১.৫কে (১,২২০×২,৬৫৬ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি কোয়ালকমের সদ্য উন্মোচিত স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চলে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক ১ টিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, Xiaomi 17 স্মার্টফোনে লাইকা-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লাইট ফিউশন ৯৫০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 17 ফোনটি ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৮ রেটিং প্রাপ্ত বিল্ড পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.