Xiaomi 17 launch Date: অপেক্ষার অবসান, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ শাওমি ১৭ সিরিজ এই তারিখে লঞ্চ হচ্ছে

দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে আজ Xiaomi 17 সিরিজের লঞ্চের তারিখ জানা গেল। কোম্পানিটি আগামী বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর চীনে এই লাইনআপের অধীনে তিনটি মডেল বাজারে আনবে। ফোনের পাশাপাশি, শাওমি একই দিনে নতুন Xiaomi Pad 8 সিরিজের ওপর থেকেও পর্দা সরাতে চলেছে। চলুন নয়া স্মার্টফোনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে দেখে নেওয়া যাক।

Xiaomi 17 সিরিজ লঞ্চ হবে ২৫শে সেপ্টেম্বর

Xiaomi 17 লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max মডেল তিনটি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। আর এগুলি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিচ প্রথম স্মার্টফোন হবে। কোয়ালকম আজ এই নতুন প্রসেসরটি উন্মোচন করতে চলেছে।

লঞ্চের তারিখ নিশ্চিত করলেও শাওমি এখনও পর্যন্ত আসন্ন স্মার্টফোনগুলির হার্ডওয়্যার সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র থেকে ইতিমধ্যেই ডিভাইসগুলির ফিচার সামনে আসছে। কোম্পানি Xiaomi 17 কে তাদের “সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ” বলেছে। আর Xiaomi 17 Pro কে “সবচেয়ে ভালো কম্প্যাক্ট ইমেজিং ফ্ল্যাগশিপ”-এর স্থান দেওয়া হয়েছে। এদিকে টপ-এন্ড মডেল, Xiaomi 17 Pro Max “শাওমির ইমেজিং প্রযুক্তির চূড়ান্ত শিখর” হতে চলেছে।

Xiaomi 17 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজাইনের দিক থেকে, Xiaomi 17 এবং Xiaomi 17 Pro হ্যান্ডসেটে আল্ট্রা-স্লিম বেজেল সহ ৬.৩ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আবার Xiaomi 17 Pro Max মডেলে ৬.৮ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে দেওয়া হবে। তিনটি ফোনেই ২কে রেজোলিউশনের ওএলইডি প্যানেল থাকবে বলে শোনা যাচ্ছে। Pro এবং Pro Max মডেলের পিছনে একটি সেকেন্ডারি ডিসপ্লেও থাকবে, যা নোটিফিকেশন, টাইম ডিসপ্লে, মাল্টিটাস্কিং, এআই (AI) ইন্টারঅ্যাকশন এবং ক্রস-ডিভাইস ফাংশন প্রদর্শন করবে।

বেস মডেল, Xiaomi 17 বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, যেখানে Xiaomi Pro Max মডেলে ৭,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। এদিকে, Xiaomi 17 Pro কমপ্যাক্ট হওয়া সত্ত্বেও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 17 Pro এবং Pro Max উভয় মডেলেই ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে মিলবে একটি প্রাইমারি স্মার্টসেন্স ৫৯০ (SmartSens 590) সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো সাপোর্ট সহ একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স। তিনটি ফোনেই পাওয়া যাবে লাইকা ইমেজিং অপ্টিমাইজেশন এবং অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।