Xiaomi 17 Pro অভিনব ক্যামেরা সেটআপ সহ বাজারে আসছে, লঞ্চের আগে ফাঁস হল রেন্ডার সহ ডিজাইন

Xiaomi 17 সিরিজ এই মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi Pro এবং Xiaomi 17 Pro Max মডেল তিনটি বাজারে আসবে বলে জানা গেছে। ইতিমধ্যেই আসন্ন এই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার Xiaomi 17 Pro এর রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। এখান থেকে এই হ্যান্ডসেটের ডিজাইন এবং রিয়ার ক্যামেরা সেটআপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। জানিয়ে রাখি, গতকাল কোম্পানির তরফে Xiaomi 17 সিরিজের টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছিল যে Pro মডেলগুলির পিছনে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে।

Xiaomi 17 Pro এর ডিজাইন, ক্যামেরা কনফিগারেশন (ফাঁস)

আজ একটি এক্স পোস্টে টিপস্টার অভিষেক যাদব আপকামিং Xiaomi 17 Pro এর কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও এটা স্পষ্ট নয় যে তিনি ছবিগুলি উইবো থেকে নিয়েছেন নাকি অন্য কোনও প্ল্যাটফর্ম থেকে। ছবিতে দেখা গেছে এই ডিভাইসে Leica ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সাথে LED ফ্ল্যাশ দেওয়া হবে। পিছনে তিনটি ক্যামেরা লেন্সের মধ্যে দুটি লেন্স আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের ভিতরে থাকবে।

আর শাওমি ১৭ প্রো এর তৃতীয় রিয়ার ক্যামেরাটি পিছনের ক্যামেরা আইল্যান্ডের বাইরে LED ফ্ল্যাশের পাশে অবস্থান করবে। ছবিতে ফোনটির পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন ডানদিকে দেখা গেছে। আসন্ন শাওমি স্মার্টফোনটি গোলাকার এজ এবং মেটাল চ্যাসিস সহ আসবে।

Xiaomi 17 Pro সিরিজ ম্যাজিক ব্যাক স্ক্রিন সহ লঞ্চ হবে

কোম্পানির তরফে গতকাল উইবোতে শাওমি ১৭ প্রো লাইনআপের টিজার ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max এর পিছনে “ম্যাজিক ব্যাক স্ক্রিন” থাকবে বলে নিশ্চিত করা হয়।

Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরে লঞ্চ হবে

শাওমির মোবাইল ফোন বিভাগের প্রধান, লু ওয়েইবিং ইতিমধ্যেই জানিয়েছেন যে Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max এই মাসের শেষের দিকে বেস মডেলের সাথে লঞ্চ হবে। আর এই সিরিজের ফোনগুলি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত বিশ্বের প্রথম হ্যান্ডসেট হবে।