মাত্র 5 মিনিটেই রেকর্ড বিক্রি, প্রথম সেলে ঝড় তুলল Xiaomi 17 সিরিজ

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Xiaomi 17 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন এসেছে: Xiaomi 17, Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max। এই ফোনগুলি ২৬শে সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল। এরপরের দিন ছিল হ্যান্ডসেটগুলির প্রথম সেল। আর এই সেলে রেকর্ড গড়েছে ডিভাইসগুলি। Xiaomi গতকাল রাতে উইবো প্ল্যাটফর্মে একটি পোস্ট করে জানিয়েছে যে সেল শুরুর পাঁচ মিনিটের মধ্যেই Xiaomi 17 সিরিজের তিনটি মডেলই নতুন রেকর্ড তৈরি করেছে।

দ্রুত বিক্রির রেকর্ড Xiaomi 17 সিরিজের

যদিও কোম্পানি এখনও প্রথম সেলে Xiaomi 17 সিরিজের কতগুলি ফোন বিক্রি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে মনে করা হচ্ছে যে ক্রেতাদের অভূতপূর্ব সাড়ার কারণে, Xiaomi 17 লাইনআপ কোম্পানির সর্বাধিক বিক্রিত স্মার্টফোন সিরিজগুলির মধ্যে অন্যতম হতে পারে। এই ফোনগুলি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এর সাথে দেওয়া হয়েছে ৭৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন এই সিরিজের ডিভাইসগুলির ফিচার জেনে নেওয়া যাক।

Xiaomi 17 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

শাওমি ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, প্রো এবং বেস ভ্যারিয়েন্টে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিভাইসগুলিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ডিভাইসগুলিতে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য প্রো ম্যাক্স মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আবার Xiaomi 17 সিরিজের প্রো ভ্যারিয়েন্টে মিলবে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬৩০০ এমএএইচ ব্যাটারি। উভয় ফোনেই ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Xiaomi 17 হ্যান্ডসেটে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।