Xiaomi 17 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও কোম্পানির তরফে এই সিরিজের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে একাধিক রিপোর্টে বলা হয়েছে যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করবে নতুন ফ্ল্যাগলিপ স্মার্টফোনগুলি। আসন্ন লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সবকটি ভ্যারিয়েন্ট বর্তমানে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। ডিভাইসগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ও লাইকার ক্যামেরা সেটআপ থাকবে।
আজ নয়া একটি রিপোর্টে বলা হয়েছে যে Xiaomi 17 সিরিজ আগামী ৩০ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে। যদিও যেমনটা আগে বলেছি যে কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে Xiaomi Pad 8 ট্যাবলেট সিরিজের সাথে নতুন স্মার্টফোনগুলি বাজারে আসবে।
শাওমি ১৭ সিরিজের জন্য প্রি-রিজার্ভেশন ইতিমধ্যেই চীনের শাওমি মলের মাধ্যমে শুরু হয়ে গেছে। এই লাইনআপে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। সম্ভবত এই সিরিজের হ্যান্ডসেটগুলিই হবে নতুন প্রসেসরের সাথে লঞ্চ হওয়া প্রথম ডিভাইস।
ব্র্যান্ডটি সম্প্রতি একটি টিজারে Xiaomi 17 Pro মডেলে ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’ থাকবে বলে নিশ্চিত করেছে। এই বিশেষ স্ক্রিন রিয়ার ক্যামেরা মডিউলে ইন্টিগ্রেটেড থাকবে, যা একটি সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে কাজ করবে। এটি কল নোটিফিকেশন দেখাবে এবং মিউজিক কন্ট্রোল এবং স্টপওয়াচের মতো উইজেটগুলি প্রদর্শন করবে।
Xiaomi 17 সিরিজটি গত বছরের Xiaomi 15 লাইনআপের উত্তরসূরি হবে। কোম্পানি “১৬” সংখ্যাটিকে এড়িয়ে গেছে। হ্যান্ডসেটগুলিতে লাইকা ব্র্যান্ডেড ক্যামেরা, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিন থাকবে বলে বিশ্বাস করা হচ্ছে।
আগের কিছু রিপোর্ট অনুসারে, Xiaomi 17 Pro মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.১ মিলিমিটারের অতি-পাতলা বেজেল সহ ৬.৩ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৬,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ডিভাইসটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যেতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫x পর্যন্ত অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এটি আইপি৬৯ রেটেড বিল্ড অফার করতে পারে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Xiaomi 17 ফোনে ৬.৩ ইঞ্চির ১.৫কে এলটিপিও ওলেড ডিসপ্লে এবং ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটেড বিল্ড থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে, এতে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.