iPhone 17 কে টক্কর দিতে এই মাসেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ, নজর কাড়ল নতুন ক্যামেরা আইল্যান্ড

শাওমি সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ২৫ সেপ্টেম্বর চীনে Xiaomi 17 সিরিজ লঞ্চ করবে। লঞ্চের আগে আজ কোম্পানি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির ছবিও প্রকাশ করেছে। এই লাইনআপটি Xiaomi 15 এর উত্তরসূরি হবে, যা “১৬” ব্র্যান্ডিং এড়িয়ে সরাসরি Apple iPhone 17 সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করবে। এই লাইনআপের সমস্ত মডেল কোয়ালকম এর নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা পারফরম্যান্স এবং এআই (AI) ফিচারের ক্ষেত্রে আপগ্রেড নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 17 সিরিজের ডিজাইন সামনে এল
অফিসিয়াল টিজারে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max মডেল দুটিকে ভিন্ন কালার অপশনে দেখানো হয়েছে এবং ছবিগুলি এই লাইনআপের ডিজাইনের পরিবর্তনগুলি তুলে ধরেছে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলটিকে হোয়াইট এবং স্কাই ব্লু কালার অপশনে দেখা গেছে। আর এর পিছনে প্রো মডেলগুলির মতো কোনও সেকেন্ডারি ডিসপ্লে নেই। পরিবর্তে এটি Xiaomi 15 এর তুলনায় একটি নমনীয় গোলাকার কোণযুক্ত বর্গাকার আকৃতির রিডিজাইন করা ক্যামেরা আইল্যান্ডের সাথে আসবে।
ডিভাইটির ক্যামেরা মডিউলগুলি সাম্প্রতি বাজারে আসা আইফোনের মতো সামান্য প্রসারিত। সামগ্রিক ডিজাইনে পূর্বসূরির তুলনায় আরও গোলাকার কোণ দেখা গেছে। শাওমি জানিয়েছে যে, Xiaomi 17 ফোনে ৬.৩ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যার চারধারে ১.১৮ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বেজেল দেখা যাবে এবং এর অ্যাসপেক্ট রেশিও থাকবে ১৯.৬:৯। ১৯১ গ্রাম ওজনের এই ফোনটি হালকা এবং হাতে ধরার জন্য আরামদায়ক হবে।
Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max এর কালার অপশন
টিজারে Xiaomi 17 Pro ফোনটিকে “কোল্ড স্মোক পার্পল” ও Xiaomi 17 Pro Max ডিভাইসটিকে “ফরেস্ট গ্রিন” কালার অপশনে দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয়টি হল উভয় প্রো মডেলেই সম্পূর্ণ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা গত বছরের মাইক্রো-কোয়াড কার্ভড ডিজাইন থেকে আলাদা। বেস মডেলের সাথে মানানসই করার জন্য এগুলির কোণগুলিকেও আপডেট করা হয়েছে।
Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max মডেলের ক্যামেরা মডিউলে সেকেন্ডারি “ম্যাজিক ব্যাক স্ক্রিন” পাওয়া যাবে। দুটি লেন্স বাইরের দিকে সামান্য বেরিয়ে থাকবে, তবে তৃতীয়টি ব্যাক প্যানেলের সাথে মিশে থাকবে। শাওমি জানিয়েছে যে এই অতিরিক্ত ডিসপ্লেটি নোটিফিকেশন, সেলফি প্রিভিউ, ঘড়ি সহ আরও অনেক কিছুর জন্য ব্যবহার করা যেতে পারে। সবমিলিয়ে, নয়া সিরিজের ডিজাইনের পরিবর্তনগুলি বেশ তাৎপর্যপূর্ণ।
এছাড়াও, অফিসিয়াল ছবিগুলি ক্যামেরা টিউনিংয়ে লাইকার (Leica) এর সাথে শাওমির অব্যাহত পার্টনারশিপের দিকেও ইঙ্গিত করে।