Xiaomi 17T ও Xiaomi 17T Pro গ্লোবাল মার্কেটে লঞ্চের আগে পেল IMEI থেকে ছাড়পত্র

Xiaomi তাদের পরবর্তী ‘T’ সিরিজের স্মার্টফোনগুলিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এগুলি Xiaomi 17T এবং Xiaomi 17T Pro নামে বাজারে আসবে বলে জানা গেছে। সম্প্রতি আসন্ন এই ফোন দুটিকে IMEI সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। ফলে বলা যায় যে হ্যান্ডসেটগুলি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। আসুন এই আপকামিং হ্যান্ডসেটগুলি সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi 17T এবং Xiaomi 17T Pro পেল IMEI সার্টিফিকেশন

2602EPTC0G এবং 2602EPTC0R মডেল নম্বর সহ দুটি শাওমি ফোনকে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। এই মডেল নম্বরগুলি যথাক্রমে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro এর সাথে যুক্ত বলে রিপোর্টে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, ব্র্যান্ডের ‘T’ লাইনআপটি সাধারণত চীনের Redmi K সিরিজের গ্লোবাল ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করে এবং এগুলি সাধারণত বছরের শেষের দিকে লঞ্চ হয়।

উদাহরণস্বরূপ, শাওমি গত সেপ্টেম্বরের শেষের দিকে Xiaomi 15T সিরিজটি লঞ্চ করেছিল। সেইমতো এখনই ডিভাইসগুলির উত্তরসূরি মডেল ইতিমধ্যেই সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে শুরু করেছে।

Xiaomi 17T সিরিজটি ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে

শাওমি হ্যান্ডসেটগুলিকে Xiaomi 16T নাকি 17T নামে নিয়ে আসবে, তা এখনও স্পষ্ট নয়। কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ লাইনআপের জন্য Xiaomi 16 নম্বরটি বাদ দিয়েছে এবং iPhone 17 সিরিজের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সরাসরি ‘17’ নম্বরটি ব্যবহার করেছে। আর যেহেতু T সিরিজটি শাওমির প্রধান ফ্ল্যাগশিপ লাইনআপের কম দামি বিকল্প, কোম্পানি তাদের এই পরবর্তী মডেলগুলির ক্ষেত্রেও একই নামকরণের নিয়ম অনুসরণ করতে পারে।

এছাড়াও সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মডেল নম্বরগুলিতে “2602” নম্বর‌ ব্যবহার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এগুলি লঞ্চ হবে বলে ইঙ্গিত করছে। এই ধারণা সঠিক হলে হ্যান্ডসেটগুলি সময়ের অনেক আগেই বাজারে পা রাখতে পারে। জানিয়ে রাখি, ডিভাইসগুলির কোডনেম “chagall” এবং “warhol” রাখা হবে বলে শোনা গেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Xiaomi 17T স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট থাকবে। অন্যদিকে, Xiaomi 17T Pro মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য, Xiaomi 15T এবং Xiaomi 15T Pro ডিভাইস দুটিতে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট রয়েছে।