শাওমি সম্প্রতি চীনে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে – Xiaomi Civi 5 Pro ও Xiaomi 15S Pro। এর মধ্যে সিভি প্রো ভার্সনটি মিড রেঞ্জে এবং ১৫এস মডেলটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। উভয় ফোনে আছে ১৬ জিবি পর্যন্ত র্যাম, OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ফাস্ট চার্জিং প্রযুক্তি। আসুন Xiaomi Civi 5 Pro ও Xiaomi 15S Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
শাওমি সিভি ৫ প্রো মডেলের সামনে দেখা যাবে ৬.৫৫ ইঞ্চি কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিটস। এই স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।
শাওমি সিভি ৫ প্রো স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত আছে। ডিভাইসটি শাওমি হারপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য Xiaomi Civi 5 Pro ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা আসলে Summilux লেন্স এবং এতে OIS সাপোর্ট করবে। সাথে আছে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল সুপার ট্রান্সপারেন্ট ন্যানো প্রিজম লেন্স পাওয়া যাবে।
ব্যাটারির কথা বললে, Civi 5 Pro মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়াল স্টেরিও স্পিকার।
শাওমি সিভি ৫ প্রো ফোনের বেস ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চীনে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৮০০ টাকা)। আর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৩,০০০ টাকা)।
শাওমি ১৫এস প্রো হল একটি ফ্ল্যাগশিপ ফোন, যেখানে পাওয়া যাবে ৬.৭৩ ইঞ্চি OLED ডিসপ্লে, যা ৩২০০ নিটস পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট করবে। এই ডিভাইসে শাওমির নিজস্ব উন্নত 3nm XRING 01 চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে, Xiaomi 15S Pro স্মার্টফোনে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এগুলো হল প্রিমিয়াম আল্ট্রাওয়াইড এবং টেলিফটো লেন্স। এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের রিয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ডিভাইসটি ৬১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 15S Pro ফোনের দাম শুরু হচ্ছে ৫৪৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৬১০ টাকা) থেকে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.