মোবাইল

৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ও ৬৭ ওয়াট চার্জিং সহ আসছে Xiaomi Civi 5 Pro ফোন

Published on:

Xiaomi Civi 5 Pro with 67w fast charging spotted 3c certification

স্টাইলিশ ডিজাইন ও সেলফি কেন্দ্রিক স্মার্টফোন Xiaomi Civi 5 Pro নিয়ে গত ডিসেম্বর থেকে নতুন নতুন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে শীঘ্রই ডিভাইসটি বাজারে আসবে। তার আগে এখন এটি চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। এখানে ফোনটি 25067PYE3C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া জানা গেছে এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এর পাশাপাশি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, Xiaomi Civi 5 Pro নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তার দাবি এটি কোয়ালকমের SM8735 প্রসেসর সহ আসবে। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর হতে পারে। কারণ কোয়ালকম এখনও এই প্রসেসরটি লঞ্চ করেনি। এর সাথে দেওয়া হতে পারে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ।

Xiaomi Civi 5 Pro সম্পর্কে কি কি জানা গেছে

এর আগে সামনে এসেছিল যে, শাওমি সিভি ৫ প্রো ডিভাইসটি ৭মিমি পুরু হবে এবং এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেখানে শাওমি সিভি ৪ প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ছিল। আবার আসন্ন মডেলে ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে।

যদিও শাওমি এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আমাদের অনুমান শাওমি সিভি ৫ প্রো এপ্রিলে বাজারে আসবে। তার আগেই স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর লঞ্চ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ প্রসেসরের ঘোষণার পরপরই ফোনটি লঞ্চ হবে।