Xiaomi তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে নতুন মডেল যোগ করতে চলেছে বলে মনে হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও Xiaomi 16 Ultra ফোনটি আসার কথা। তবে এর সাথে একটি রহস্যময় মডেল – ‘P1S’ নিয়ে চার্চা শুরু হয়েছে। সম্প্রতি GSMA ডেটাবেস থেকে এই ডিভাইসের নাম উঠে এসেছে। এখানে এই রহস্যময় মডেলের দুটি আলাদা ভার্সনের কথা উল্লেখ রয়েছে, একটি গ্লোবাল ভার্সন (25128PNA1G) এবং অন্যটি চীনা ভার্সন (25128PNA1C)।
রিপোর্ট অনুযায়ী, Xiaomi 16 সিরিজে নতুন একটি ভার্সন যুক্ত হতে চলেছে, যার নাম রাখা হতে পারে “Pro Max” বা “Ultra Max”। আবার কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, এর নাম থাকবে Xiaomi 16S Ultra। শাওমির এর আগেও বিভিন্ন অঞ্চলের জন্য ভিন্নভাবে প্রোডাক্ট তৈরি করেছে। আসন্ন এই মডেলের গ্লোবাল এবং চীনা ভার্সন থাকার অর্থ এটি আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে।
শাওমি ১৬ আল্ট্রা ম্যাক্স বা শাওমি ১৬এস আল্ট্রা ফোনটির ক্যামেরা হার্ডওয়্যার, ব্যাটারি ক্যাপাসিটি এবং বিল্ড ম্যাটেরিয়ালে কিছু নতুনত্ব দেখা যাবে বলে মনে হচ্ছে। কারণ শাওমি বরাবরই তাদের আল্ট্রা সিরিজে কিছুটা অন্যরকম ফিচার দিয়ে থাকে, যাতে করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতাদের চাহিদা মেটানো যায়।
আশা করা যায়, এই ফোনেও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা আগের মডেলগুলির তুলনায় আরও উন্নত। এর সাথে পাওয়া যেতে পারে বিশেষ কয়েকটি কালার ভ্যারিয়েন্ট, উন্নত কুলিং প্রযুক্তি ও এক্সক্লুসিভ কিছু সফটওয়্যার টুইক।
GSMA ডেটাবেসে যেহেতু ফোনটি অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু বলার অপেক্ষা রাখে যে এটি বাজারে আসবে। আমাদের অনুমান Xiaomi 16 সিরিজের সাথে ডিভাইসটি বছরের শেষ দিকে লঞ্চ হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.