ZTE Blade V80 Vita ফোনের ছবি ফাঁস হতেই হইচই, দেখতে iPhone 17 Pro এর মতো

ZTE তাদের Blade স্মার্টফোন লাইনআপে নতুন মডেল হিসেবে ZTE Blade V80 Vita যুক্ত করতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে জনপ্রিয় এক টিপস্টার আসন্ন এই হ্যান্ডসেটের রেন্ডার ফাঁস করেছেন। এখান থেকে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। রেন্ডার থেকে জানা গেছে যে ZTE Blade V80 Vita দেখতে অনেকটা অ্যাপলের iPhone 17 সিরিজ মতো হবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
ZTE Blade V80 Vita এর ডিজাইন ফাঁস
টিপস্টার ইভান ব্লাস (@evleaks) এক্স প্ল্যাটফর্মে ZTE Blade V80 Vita এর কয়েকটি ছবি পোস্ট করেছেন। রেন্ডারে ফোনটিকে একাধিক অ্যাঙ্গেল থেকে নীল রঙে দেখানো হয়েছে। ছবিগুলি অনুযায়ী, এতে পাতলা বেজেল দেখা যাবে। আর ডিসপ্লের উপরিভাগে হোল-পাঞ্চ কাটআউট উপস্থিত।
আবার ZTE Blade V80 Vita এর পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে। এই ক্যামেরা সেটআপ ডিভাইসের প্রায় পুরো প্রস্থ জুড়ে বিস্তৃত থাকবে। এর মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে এবং ডান দিকে LED ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা মডিউলের নীচের ডান কোণে ‘Neo’ শব্দটির দেখা মিলবে।
ZTE Blade V80 Vita এর ডিজাইন হবে iPhone 17 Pro এর মতো
রেন্ডার দেখে স্পষ্ট যে ZTE Blade V80 Vita এর সামগ্রিক ডিজাইন iPhone 17 Pro এর মতো হবে। বিশেষ করে ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন সাদৃশ্যপূর্ণ হবে। এর ডান দিকে ভলিউম রকারের সাথে লাল পাওয়ার বাটন থাকবে। বাম দিকে সিম ট্রে এবং একটি কাস্টমাইজেবল বাটন দেওয়া হবে। সাথে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের পাশাপাশি ফোনের নীচের দিকে ৩.৫ মিমি হেডফোন জ্যাকও পাওয়া যাবে।
জানিয়ে রাখি, আসন্ন মডেলটি ZTE Blade V70 এর উত্তরসূরি হবে। গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হওয়া V70 মডেলে ছিল ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ এসেছিল। এতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।

