সুপার স্লিম ZTE Nubia Air লঞ্চ হল Samsung Galaxy S25 Edge কে টেক্কা দিতে, দেখুন ফিচার সহ দাম

শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত IFA 2025 ইভেন্টে লঞ্চ হল ZTE Nubia Air। ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কাছাকাছি। এটি Samsung Galaxy S25 Edge এর মতো অতি-স্লিম ফর্ম ফ্যাক্টরি সহ এসেছে। নয়া এই ডিভাইসটি মাত্র ৫.৯৯ পুরু। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন ও ইউনিসক টি৮৩০০ প্রসেসর। আবার Nubia Air মডেলে পাওয়া যাবে ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৮ + আইপি৬৯ + আইপি৬৯কে রেটিং।

Nubia Air এর দাম ও উপলব্ধতা

Nubia Air এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৭৯ ডলার (প্রায় ২৪,৬০০ টাকা)। এটি একটি স্টোরেজ অপশনে এসেছে। ডিভাইসটি চলতি মাসে ইউরোপে কেনার জন্য উপলব্ধ হবে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা এবং অন্যান্য বাজারে বছরের শেষের দিক থেকে পাওয়া যাবে।

নুবিয়া এয়ার মডেলটি টাইটানিয়াম ব্ল্যাক, স্ট্রিমার ব্ল্যাক এবং টাইটানিয়াম ডেজার্ট কালার অপশনে এসেছে।

Nubia Air এর ফিচার, স্পেসিফিকেশন

নুবিয়া এয়ার ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫K (২,৭২০×১,২২৪ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৪,৫০০ নিট। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন রয়েছে। হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৭২ গ্রাম। আর পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৮৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই র‌্যাম আরও ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Nubia Air স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং আরও দুটি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই ক্যামেরায় ভিডিও অ্যান্টি-শেক, AI সুপার নাইট, AI HDR এবং ডেডিকেটেড ভ্লগ মোডের সাপোর্ট করবে। এছাড়া ম্যাজিক এডিটর এবং ম্যাজিক ইরেজার সহ একাধিক AI ফিচার উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও চার্জিং স্পিড বা অন্যান্য তথ্য এখনও জানানো হয়নি।