মোবাইলে গেম খেলতে কে না পছন্দ করে। তবে সব ফোন সমান ভাবে গেমিং হ্যান্ডেল করতে পারে না। কারণ দীর্ঘক্ষণ গেমিং সেশনের জন্য উপযুক্ত ফিচার এবং হার্ডওয়্যার প্রয়োজন। এককথায় বললে দরকার গেমিং স্মার্টফোনের। কিন্তু এই ধরনের ডিভাইসের দাম সাধারণ মোবাইলের থেকে বেশি। কিন্তু এখন নতুন দিশা দেখিয়ে দুটি বাজেট ফ্রেন্ডলি গেমিং ফোন লঞ্চ করেছে ZTE। সংস্থার তরফে Nubia Neo 3 GT ও Neo 3 5G বাজারে আনা হয়েছে। দুই ফোনেই ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও গেম খেলার জন্য উপযুক্ত ফিচার্স রয়েছে।
নুবিয়া নিও ৩ জিটি গেমিং ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। হাই ব্রাইটনেস মোডে সর্বোচ্চ ১৩০০ নিটস উজ্জ্বলতা প্রদান করে। এটি ৬ ন্যানোমিটার প্রসেসিং নোডে নির্মিত ইউনিসক টি৯১০০ প্রসেসরে রান করে। চিপটিতে ২.৭ গিগাহার্টজ কর্টেক্স এ৭৬ কোর, তিনটি ২.৩ গিগাহার্টজ কোর এবং চারটি ২.১ গিগাহার্টজ কর্টেক্স এ৫৫ কোর রয়েছে যা পাওয়ার সাশ্রয় করে।
ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। গেম খেলার সময় তাপ পরিচালনা করতে সহায়তা করার জন্য একটি ৪,০৮৩ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। এতে শোল্ডার ট্রিগার, পাস-থ্রু চার্জিং এবং ৮০ তারযুক্ত চার্জিং সমর্থন সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।
স্ট্যান্ডার্ড নুবিয়া নিও ৩ ৫জি-এর ডিসপ্লেটি ৬.৮ ইঞ্চি এলসিডি প্যানেল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১,০০০ নিট। ফোনটিতে ইউনিসক টি৮৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ২০ জিবি পর্যন্ত র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ১২ জিবি ভার্চুয়াল) অফার করে৷ এতে গেমিং-এর জন্য উপযুক্ত বৈশিষ্ট্য মিলবে, যেমন শোল্ডার ট্রিগার, হ্যাপটিক ফিডব্যাকের জন্য জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং নিওটার্বো পারফরম্যান্স ইঞ্জিন। এই ফোনেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, তবে এটি ৩৩ ওয়াট চার্জিং সমর্থন করে।
ZTE ফোন দুটি ফিলিপাইন্সে লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড Nubia 3 5G-এর দাম সেখানে ৭,৯৯৯ পিএইচপি থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৯২৭ টাকা। অন্যদিকে, Neo 3 GT মডেলের দাম ১২,৯৯৯ পিএইচপি (প্রায় ১৯,৪০০ টাকা। ফোনটি সাইবার সিলভার, শ্যাডো ব্ল্যাক এবং টাইটানিয়াম গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।
সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে…
সোমবার চীনে লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন। এটি OnePlus Ace 5 এর উত্তরসূরী হিসেবে…
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
This website uses cookies.