ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হল। বুধবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে এই সিধান্তে পৌঁছেছে। এই ঘোষণার পেছনে রয়েছে গত কয়েক দিন ধরে চলা কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে ক্লেটনের দ্বন্দ্ব। বোঝাই যাচ্ছিল যে, শীঘ্রই দল ছাড়তে চলেছে ব্রাজিলীয় স্ট্রাইকারটি।
সূত্র অনুযায়ী, সুপার কাপের প্রস্তুতি চলাকালীন কোচের সঙ্গে তুমুল মতবিরোধে জড়ান ক্লেটন। নিউটাউনে চেন্নাই এফসি-র বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামার ৩০ সেকেন্ডের মধ্যে ক্লেটন খেলা ছেড়ে বেরিয়ে যান। অভিযোগ, অস্কার তাকে পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য পজিশনে খেলাতে চাইছিলেন। ক্লেটন তাতে আপত্তি জানান এবং বলেন তিনি নিজের মতো খেলবেন। কোচের সঙ্গে তর্ক করে মাঠ ছেড়ে চলে যান তিনি।
এই ঘটনার রেশ গিয়ে পড়ে পয়লা বৈশাখের দিন ক্লাবের মাঠেও। বারপুজোর পর সাইডলাইনে অনুশীলনের সময় ক্লাবের সিটিও অময় ঘোষাল এবং কোচ অস্কার ব্রুজ়ো তাকে কিছু বলেন। এর পরই ক্লেটন মাঠ ছেড়ে চলে যান। কোচের সঙ্গে কথাকাটাকাটির সময় তাকে থামানোর চেষ্টা করেন সহ-খেলোয়াড় শৌভিক চক্রবর্তী। তবে ততক্ষণে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ক্লাবের তরফে ক্লেটনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়।
যদিও ক্লাব কর্তৃপক্ষ প্রথমে ক্লেটনকে ছাড়তে চাননি। দীর্ঘদিনের অবদান এবং পারফরম্যান্স বিবেচনায় তাকে রাখতে আগ্রহী ছিলেন অনেকে। কিন্তু ক্লেটন নিজেই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০২২ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন ক্লেটন সিলভা। লাল-হলুদ জার্সি গায়ে ৫৮টি ম্যাচে ২০টি গোল করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। গত বছর ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম নায়কও ছিলেন তিনি। তার এই বিদায় নিশ্চিত ভাবেই সুপার কাপের আগে লাল-হলুদ শিবিরের জন্য একটি বড় ধাক্কা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.