আরও শক্তিশালী ও আরও স্মার্ট Triumph Speed Triple 1200 RS বাইক ভারতে লঞ্চ হল

Triumph আজ তাদের ফ্ল্যাগশিপ নেকেড বাইক, Speed Triple 1200 RS-এর 2025 ভার্সন ভারতে লঞ্চ করল। এর এক্স শোরুম দাম রাখা হয়েছে ২০.৩৯ লক্ষ টাকা। আপডেটেড ভার্সনে ১,১৬০ সিসির ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন, টিএফটি ডিসপ্লে ও ক্রুজ ডিসপ্লে পাওয়া যাবে। এটি তিনটি কালার অপশনে এসেছে। আসুন 2025 Triumph Speed Triple 1200 RS বাইকের ফিচার ও কালার অপশনে সম্পর্কে জেনে নেওয়া যাক।

2025 Triumph Speed Triple 1200 RS বাইকের কালার অপশন

২০২৫ ট্রায়াম্ফ স্পিড ট্রিপল ১২০০ আরএস বাইকটি জেট ব্ল্যাক, গ্রানাইট উইথ ডায়াবলো রেড, গ্রানাইট উইথ পারফরম্যান্স ইয়েলো কালার অপশনে এসেছে।

2025 Triumph Speed Triple 1200 RS এর ইঞ্জিন

আপডেটেড ট্রায়াম্ফ বাইকে আছে ১,১৬০ সিসি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিন, যা এখন ১৮৩ বিএইচপি এবং ১২৮ এনএম টর্ক জেনারেট করে। এই ইঞ্জিন আগের মডেলের তুলনায় ৩ বিএইচপি এবং ৩ এনএম টর্ক জেনারেট করবে।

আপডেটেড মডেলে যোগ করা হয়েছে Öhlins Smart EC3 সেমি-অ্যাকটিভ সাসপেনশন। আর রাইডার চাইলে বাইকের ৫ ইঞ্চি ফুল কালার TFT ডিসপ্লের মাধ্যমে নিজেই সেটিংস অ্যাডজাস্ট করতে পারবে। আগের মতোই এতে আছে কর্নারিং এবিএস, স্লাইড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল। তবে এর হুইলি কন্ট্রোল এখন আলাদা ভাবে কাজ করবে।

2025 Triumph Speed Triple 1200 RS বাইকে আগের মেটজেলার-এর বদলে এসেছে পাইরেলি সুপারকোরসা ভি৩ টায়ার। তার সঙ্গে হালকা অ্যালয় হুইল এবং নতুন স্টিয়ারিং ড্যাম্পার দেওয়া হয়েছে।