বোলিং করার সময় তার চোখ থাকে আকাশের দিকে। বোলিংয়ে নিয়ন্ত্রণও এখনও সম্পূর্ণ নিখুঁত নয় এবং উচ্চতাও খুব বেশি নয়। কিন্তু এসব কিছু যে পারফরম্যান্সের থেকে বড় নয় তা গতকাল মনে করিয়ে দিলেন সূয়াশ শর্মা (Suyash Sharma)। গত দুই মরসুম কলকাতা নাইট রাইডার্সের (KKR) সদস্য ছিলেন তিনি, কিন্তু এবার কেকেআর তাকে রিটেন করেনি এবং অকশনে কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তারকা লেগ স্পিনারদের এড়িয়ে সূয়াশ শর্মার উপরে ভরসা রাখে, যা সঠিক সিদ্ধান্ত ছিল বলেই এখনও পর্যন্ত প্রমাণিত হয়েছে।
উইকেট নেওয়ার ক্ষেত্রে হয়তো এখনও সূয়াশকে সফল বলা যায় না, তবে কোয়ালিফায়ারের মঞ্চে তিনি স্বপ্নের এক বোলিং স্পেল উপহার দিয়েছেন। সদ্য চুল কাটার পরই এমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূয়াশ।
দিল্লির ক্রিকেটার সূয়াশ শর্মার আইপিএলে পরিচয় মূলত কেকেআরের মাধ্যমে। যদিও এবছর সম্পর্কে ছেদ পড়েছে। নতুন দলের হয়ে গতকাল পঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ারে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। ১১টি ডট বলের সঙ্গে এটি ছিল তার কেরিয়ারের সেরা পারফরম্যান্স।
প্রথম ইনিংস শেষের পর হর্ষ ভোগলে সহ অন্যান্য ধারাভাষ্যকারেরা তার সাক্ষাৎকার নেন। সেখানে রবি শাস্ত্রী প্রশ্ন করেন, চুল কাটার পর প্রতিপক্ষ ব্যাটাররা কি গুগলি ধরতে পারছে না? সূয়াশ হাসি দিয়ে জানায় যে, তিনি গুগলি আরও নিখুঁত করার জন্য প্রচুর পরিশ্রম করছেন এবং কোচের পরিকল্পনা অনুযায়ী বোলিং করছেন।
সূয়াশের বোলিংয়ের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত করতে আরসিবির ওপেনার ফিল সল্ট অসাধারণ ব্যাটিং করেছেন, বোলিংয়ে যশ দয়াল ও জশ হ্যাজলউডও অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং স্পেলের জন্য সেরার পুরস্কার পেয়েছেন সূয়াশ শর্মা। ম্যাচ শেষে হর্ষ ভোগলে তাকে সেলিব্রেশন কেমন হবে জানতে চাইলে সূয়াশ প্রত্যয়ী জবাব দেন, সেলিব্রেশন করবেন ৩ জুনের পর, কারণ ওইদিন তারা আইপিএলের ফাইনাল জিতে ট্রফি ঘরে নিয়ে যেতে চান।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.