আজ, ৩ জুন মঙ্গলবার, আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস (PBKS vs RCB Final)। দু’দলই সেরাটা দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এদিকে মাঠের লড়াইয়ে কোন দল জিতবে তা নিয়ে নিজেদের মধ্যে তর্কে জড়াচ্ছে ক্রিকেটপ্রেমীরা। এছাড়া তাদের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, যেটা হল, এবারের আইপিএলে কি প্রাইজ মানি বদলেছে?
এই প্রশ্নের উত্তরে জানাই যে, এবারের আইপিএলের প্রাইজমানি নিয়ে অফিসিয়ালি বিসিসিআই কিছু জানায়নি। তাই মনে করা হচ্ছে, পুরনো কাঠামোই বহাল থাকছে। অর্থাৎ, যে পুরস্কার মূল্য ২০২২ থেকে পাওয়া যাচ্ছে, এবারও তেমনটাই থাকবে। বিজয়ী দল পাবে ২০ কোটি টাকা, আর রানার্স-আপ পাবে ১৩.৫ কোটি টাকা।
তৃতীয় স্থানে থাকা দল, অর্থাৎ কোয়ালিফায়ার-২ থেকে বাদ পড়া দল পাবে ৭ কোটি টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া দলের জন্য পুরস্কার নির্ধারিত ৬.৫ কোটি টাকা। এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার-২ থেকে ছিটকে গিয়েছে, আর গুজরাট টাইটান্স থেমে গেছে এলিমিনেটরে।
চ্যাম্পিয়ন: ২০ কোটি টাকা
রানার্স-আপ: ১৩.৫ কোটি টাকা
কোয়ালিফায়ার-২ থেকে বাদ পড়া দল: ৭ কোটি টাকা
এলিমিনেটরে হারা দল: ৬.৫ কোটি টাকা
তবে শুধু দল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেও পুরস্কার মূল্য পাওয়া যাবে। যেমন, ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক থাকলে মিলবে অরেঞ্জ ক্যাপ, বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট পেলে হাতে উঠবে পার্পল ক্যাপ।
অরেঞ্জ ক্যাপ: ১০ লাখ টাকা
পার্পল ক্যাপ: ১০ লাখ টাকা
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন: ২০ লাখ টাকা
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১০ লাখ টাকা
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন: ১০ লাখ টাকা
পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন: ১০ লাখ টাকা
সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়: ১০ লাখ টাকা
গেম চেঞ্জার অব দ্য সিজন: ১০ লাখ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.