ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ৩৯তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং গুজরাট টাইটান্স (GT)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে। প্লে-অফে জায়গা পাকা করার লক্ষ্যে দুই দলই জয়ের জন্য ঝাঁপাবে।
এবারের আইপিএলে কেকেআরের পারফরম্যান্স খুব ভালো নয় আবার খুব খারাপ নয়। এখনও পর্যন্ত সাতটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা। চারটি ম্যাচে হেরে তারা ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। দলটির নেট রান রেট +০.৫৪৭। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে মনোবলে কিছুটা তলানিতে নাইটদের, তবে ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়াতে চাইবে তারা।
অন্যদিকে, গুজরাট টাইটান্স এবারের আসরে বেশ ছন্দে রয়েছে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। সাতটি ম্যাচে পাঁচটি জয় ও দুটি হার নিয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রান রেট +০.৯৮৪।
আবহাওয়া সম্পর্কে বললে, AccuWeather এর পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। সন্ধ্যায় তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রিতে। যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ম্যাচের আগে কেকেআর স্পিন কোচ কার্ল ক্রো জানান, ইডেনে স্পিন বড় ভূমিকা রাখবে। গুজরাটের রশিদ খানের কথা মাথায় রেখে তিনি বলেন, “আমাদের দলের স্পিনারদের প্রতি আমরা আত্মবিশ্বাসী। ইডেনে স্পিন সবসময়ই গুরুত্বপূর্ণ এবং এবারও ব্যতিক্রম হবে না।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.