গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স (MI) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের (RR)। আইপিএলের ৫০তম ম্যাচে রোহিতের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রিয়ান পরাগরা। মুম্বাই ইন্ডিয়ান্স ১০০ রানে এই ম্যাচ জয়লাভ করেছে। এরফলে রাজস্থান রয়্যালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।
বৃহস্পতিবার জয়পুরে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বাই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। এরপর বোলারদের দুরন্ত বোলিংয়ে রাজস্থান রয়্যালসের পুরো দল ১৭তম ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়। এটি এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় মার্জিনে জয়।
তবে এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্স বড় জয় পেয়েছে। আইপিএল ইতিহাসে রান ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও তাদের দখলে। ২০১৭ সালের ৬ মে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে তারা ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। সেই ম্যাচে মুম্বই ২১২ রান করেছিল এবং দিল্লি থেমে গিয়েছিল মাত্র ৬৬ রানে।
এই তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) একাধিকবার তাদের আধিপত্য দেখিয়েছে। ২০১৬ সালের ১৪ মে তারা গুজরাট লায়ন্সকে ১৪৪ রানে হারায় বিরাট কোহলিরা। আরসিবি সেই ম্যাচে ২৪৮ রান করেছিল, যা ছিল আইপিএলের অন্যতম সর্বোচ্চ দলগত স্কোর। গুজরাট লায়ন্স সেই লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি এবং ১০৪ রানেই গুটিয়ে যায়।
তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যারা আইপিএলের প্রথম আসরেই ২০০৮ সালে আরসিবিকে ১৪০ রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল। সেই ম্যাচে কেকেআর ২২৩ রান তোলে এবং আরসিবি অলআউট হয় ৮২ রানে। তখন কেকেআরের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী।
এছাড়া আরসিবি ২০১৫ ও ২০১৩ সালে যথাক্রমে পাঞ্জাব কিংস ও পুনে ওয়ারিয়র্সকে ১৩৮ ও ১৩০ রানের ব্যবধানে হারিয়েছে, যা আইপিএল ইতিহাসের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ জয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.